আপনার সাধারণ জ্ঞানমূলক প্রস্তুতি কেমন? তা এই সাম্প্রতিক বাংলাদেশ ও আন্তর্জাতিক ঘটনাবলির ওপর এমসিকিউ-এর মাধ্যমে যাচাই করে নিন।
১। মুজিববর্ষের ক্ষণগণনা শুরু হয় কবে থেকে?
(ক) ৮ জানুয়ারি ২০২০
(খ) ১০ জানুয়ারি ২০২০
(গ) ১৭ মার্চ ২০১৯
(ঘ) ২১ ফেব্রুয়ারি ২০২০
২।
মুজিববর্ষ লোগোটির ডিজাইনার কে?
(ক) সব্যসাচী হাজরা
(খ) কামরুল হাসান
(গ) ধ্রুব এষ
(ঘ) রফিকুন নবী
৩। মুজিববর্ষ পালন করা হবে কতটি দেশে?
(ক) ৭৩টি (খ) ৯৩টি
(গ) ১২০টি (ঘ) ১৯৩টি
৪। ‘আমার দেখা নয়াচীন’ বইটি বঙ্গবন্ধু লেখেন—
(ক) ১৯৫৪ সালে
(খ) ১৯৬৪ সালে
(গ) ১৯৬৬ সালে
(ঘ) ১৯৭১ সালে
৫। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) করোনাভাইরাসের নাম করে—
(ক) Corona-19
(খ) COVETUS-20
(গ) COVID-19
(ঘ) COBID-19
৬। কাট-কপি-পেস্টের উদ্ভাবক কে?
(ক) ল্যারি টেমলিনসন
(খ) ল্যারি টেসলার
(গ) হাওয়ার্ড একিন
(ঘ) ভিনটন জি কার্ফ
৭। কোন প্রতিষ্ঠানটি ‘স্বাধীনতা পুরস্কার-২০২০’ পাবে?
(ক) এশিয়াটিক সোসাইটি
(খ) বিশ্বসাহিত্য কেন্দ্র
(গ) বাংলা একাডেমি
(ঘ) ভারতেশ্বরী হোমস
৮। কোন প্রতিষ্ঠান একুশে পদক ২০২০ পেয়েছে?
(ক) বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট
(খ) এশিয়াটিক সোসাইটি
(গ) বিশ্বসাহিত্য কেন্দ্র
(ঘ) খাদ্য গবেষণা ইনস্টিটিউট
৯। একুশে পদক ২০২০ পেয়েছে কতজন ব্যক্তি?
(ক) ১০ জন (খ) ২০ জন
(গ) ৯ জন (ঘ) ১৪ জন
১০। স্বাধীনতা পুরস্কার ২০২০ পাবে কতজন ব্যক্তি?
(ক) ২ জন (খ) ৫ জন
(গ) ৯ জন (ঘ) ২০ জন
১১।
মাতৃভাষা হিসেবে বিশ্বে বাংলা ভাষার অবস্থান কততম?
(ক) ২য় (খ) ৩য়
(গ) ৯ম (ঘ) ৫ম
১২। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতির সূচকে বাংলাদেশের অবস্থান কততম?
(ক) ১৪৬তম (খ) ১৫৭তম
(গ) ৯৭তম (ঘ) ২০৫তম
১৩। বঙ্গবন্ধুর ওপর এমফিল ও পিএইচডি চালু করার সিদ্ধান্ত নিয়েছে কোন বিশ্ববিদ্যালয়?
(ক) জাতীয় বিশ্ববিদ্যালয়
(খ) ঢাকা বিশ্ববিদ্যালয়
(গ) জগন্নাথ বিশ্ববিদ্যালয়
(ঘ) রাজশাহী বিশ্ববিদ্যালয়
১৪। আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসির বর্ষসেরা ক্রিকেটার কে?
(ক) বিরাট কোহলি
(খ) বেন স্টোকস
(গ) সাকিব আল হাসান
(ঘ) মুশফিকুর রহিম
১৫। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) করোনাভাইরাসকে মহামারি হিসেবে ঘোষণা করে কবে?
(ক) ৩১ জানুয়ারি
(খ) ২ ফেব্রুয়ারি
(গ) ১২ ফেব্রুয়ারি
(ঘ) ২১ ফেব্রুয়ারি
১৬। অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপজয়ী অধিনায়ক—
(ক) শরিফুল ইসলাম
(খ) তানজিম হাসান
(গ) আকবর আলী
(ঘ) মাহামুদুল হাসান
১৭। বিশ্ব অর্থনৈতিক ফোরামের সামাজিক উত্তরণসূচকে ৮২টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান কততম?
(ক) ৫০তম (খ) ৮২তম
(গ) ৭০তম (ঘ) ৭৮তম
১৮। নারীর শান্তি ও নিরাপত্তাসূচকে শীর্ষ দেশ কোনটি?
(ক) নরওয়ে (খ) সুইডেন
(গ) ইরান (ঘ) তুরস্ক
১৯। কবে দেশে প্রথম মেট্রো রেল উদ্বোধন হবে?
(ক) ২০২০ সালে
(খ) ২০২১ সালে
(গ) ২০২২ সালে
(ঘ) ২০২৩ সালে
২০। আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে প্রথমবারের মতো বাংলাদেশ কবে চ্যাম্পিয়ন হয়?
(ক) ১০ জানুয়ারি
(খ) ৯ ফেব্রুয়ারি
(গ) ২৫ জানুয়ারি
(ঘ) ১৫ ফেব্রুয়ারি
২১। ‘বঙ্গবন্ধু শিল্পনগর’ কোথায় অবস্থিত?
(ক) ঢাকা (খ) গাজীপুর
(গ) চট্টগ্রাম (ঘ) গোপালগঞ্জ
২২। বর্তমানে বাংলাদেশের কৃষিপণ্য বিশ্বের কতটি দেশে রপ্তানি হচ্ছে?
(ক) ৯৭টি (খ) ১২১টি
(গ) ১৫০টি (ঘ) ১৭০টি
২৩। ৯২তম একাডেমি অ্যাওয়ার্ডে (২০২০) কয়েকটি বিভাগে পুরস্কার জিতেছে কোন চলচ্চিত্র?
(ক) প্যারাসাইট
(খ) হাসলারস
(গ) নাইভস আউট
(ঘ) লিটল উইমেন
২৪। করোনাভাইরাস চীনের কোন শহর থেকে ছড়িয়েছে?
(ক) বেইজিং
(খ) উহান
(গ) সাংহাই
(ঘ) লুয়ান
২৫। আমার দেখা নয়াচীন বইটি কত সালে প্রকাশিত হয়?
(ক) ২০১০ সালে
(খ) ২০১৯ সালে
(গ) ২০২০ সালে
(ঘ) ১৯৯৯ সালে
২৬। ইরানের কুদস বাহিনীর বর্তমান প্রধান কে?
(ক) ইসমাইল কানি
(খ) আয়াতুল্লাহ খোমেনি
(গ) সোলাইমানি
(ঘ) রমজান শরীফ
২৭। বাংলাদেশে একজন করে বিচারক রয়েছেন কতজন মানুষের জন্য?
(ক) ১০০ (খ) ৫ হাজার
(গ) ১ লাখ (ঘ) ২ লাখ
২৮। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘সুপার হিউম্যান’ হিসেবে অভিহিত করেছেন কে?
(ক) নরেন্দ্র মোদি
(খ) জিউসেপ কোঁতে
(গ) ডোনাল্ড ট্রাম্প
(ঘ) ভ্লাদিমির পুতিন
২৯। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ‘আমার দেখা নয়াচীন’ কোন ধরনের গ্রন্থ?
(ক) উপন্যাস
(খ) কাব্য
(গ) ছোটগল্প
(ঘ) স্মৃতিকথামূলক ও ভ্রমণকাহিনী
৩০। আমার দেখা নয়াচীন বইয়ের ইংরেজি অনুবাদক—
(ক) ড. হাবিবুল্লাহ সিরাজী
(খ) ড. ফকরুল আলম
(গ) ড. সিরাজুল ইসলাম
(ঘ) ড. আনিসুজ্জামান
৩১। ০২.০২.২০২০ তারিখটি ছিল একটি—
(ক) প্যালিনড্রমিক সংখ্যা
(খ) সিনথেটিক সংখ্যা
(গ) রোমানীয় সংখ্যা
(ঘ) ডিফারেনশিয়াল সংখ্যা
৩২। মুজিববর্ষ শুরু হবে কবে থেকে?
(ক) ১ মার্চ
(খ) ১৭ মার্চ
(গ) ২৬ মার্চ
(ঘ) ১৫ আগস্ট
৩৩। ইরাকের নতুন প্রধানমন্ত্রীর নাম—
(ক) আবদেল আব্দুল মাহদি
(খ) বাহরাম সালিহ
(গ) আহমেদ হাসান
(ঘ) তৌফিক আলাউয়ি
৩৪। নারীর শান্তি ও নিরাপত্তাসূচকে বাংলাদেশের অবস্থান—
(ক) ২৪তম
(খ) ৫৫তম
(গ) ৯৩তম
(ঘ) ১৪২তম
৩৫। ইউরোপিয়ান ইউনিয়নের বর্তমান সদস্যসংখ্যা কতটি দেশ?
(ক) ২৫ (খ) ২৬
(গ) ২৭ (ঘ) ২৮
৩৬। যুক্তরাজ্য কবে ইউরোপিয়ান ইউনিয়ন ত্যাগ করে?
(ক) ৩১ জানুয়ারি, ২০২০
(খ) ২ ডিসেম্বর, ২০১৯
(গ) ৭ মার্চ, ২০১৮
(ঘ) ৫ ফেব্রুয়ারি, ২০২০
বিশ্ব অর্থনৈতিক ফোরামের সামাজিক উত্তরণসূচকে ৮২টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৭৮তম
উত্তর দেখে নিন
১. খ ২. ক ৩. ঘ ৪. ক ৫. গ ৬. খ ৭. ঘ ৮. ক ৯. খ ১০. গ ১১. ঘ ১২. ক ১৩. ক ১৪. খ ১৫. ক ১৬. গ ১৭. ঘ ১৮. ক ১৯. খ ২০. খ ২১. গ ২২. খ ২৩. ক ২৪. খ ২৫. গ ২৬. ক ২৭. গ ২৮. খ ২৯. ঘ ৩০. খ ৩১. ক ৩২. খ ৩৩. ঘ ৩৪. ঘ ৩৫. গ ৩৬. ক।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন