জেএসসি বৃত্তি ফলাফল ২০১৯ : JSC Britti Results 2019

২০১৯ সালের জেএসসি বৃত্তি ফলাফল প্রকাশিত হয়েছে। JSC Scholarship-2019 : পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বৃত্তি পাবে ৪৬,২০০ শিক্ষার্থী। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডর মেধা বৃত্তি ১৪,৭০০টি এবং সাধারণ বৃত্তি ৩১,৫০০টি। অর্থাৎ, মোট ৪৬,২০০ জনকে বৃত্তি দেওয়া হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।


৪৬,২০০ বৃত্তির মধ্যে ঢাকা বোর্ডের আওতায় মেধা বৃত্তি ৩,৬৫০ ও সাধারণ বৃত্তি ৭,৪৯১ জন, ময়মনসিংহ বোর্ডে মেধাবৃত্তি ৭৫৫টি সাধারণ ২,২২৪ টি, রাজশাহী বোর্ডে মেধাবৃত্তি ৩,১৩৯টি, সাধারণ বৃত্তি ৪,১৮২টি, কৃমিল্লা বোর্ড মেধাবৃত্তি ১,১৮৪টি ও সাধারণ ৩,৮৫০টি, সিলেট বোর্ডে মেধা ৭১৪টি ও সাধারণ ২,২১০টি বরিশাল বোর্ডে মেধা ৯৪৬টি ও সাধারণ ১,৯৩৮টি, যশোর বোর্ডে মেধা ১,৮৫৯টি ও সাধারণ ৩,৯৯০টি চট্টগ্রাম বোর্ডে মেধা ১,১৫৪টি ও মেধা ২,৬৭৫টি এবং দিনাজপুর বোর্ডে মেধা ১,২৯৯টি ও সাধারণ ৩,৫৪০টি বৃত্তি দেওয়া হবে।

মেধাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা মাসিক ৪৫০ টাকা ও এককালীন (বাৎসরিক) অনুদান ৫৬০ টাকা ও সাধারণ বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা মাসিক ৩০০ টাকা ও এককালীন (বাৎসরিক) অনুদান ৩৫০ টাকা করে পাবে।

২০১৯ সালের জেএসসি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ তালিকা (৩৯২ পৃষ্ঠা, পিডিএফ) পাওয়া যাবে :

Dhaka Education Board JSC Scholarship 2019 .pdf

Dinajpur Education Board JSC Scholarship 2019 .pdf

jsc জেএসসি পরীক্ষার ফলাফল, ঢাকা বোর্ড, বৃত্তি, সাধারণ বৃত্তির ফলাফল

মন্তব্যসমূহ