প্রাণ আরএফএল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০ প্রকাশ করা হয়েছে। অভিজ্ঞ/ অনভিজ্ঞ বিক্রয় প্রতিনিধি (এসআর) নিয়োগ দেবে প্রাণ গ্রুপ। এসএসসি পাশ হলেই এই পদের জন্য আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময়
২৩ মে ২০২০
চাকরির যোগ্যতা
* শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞ ডিএসআরদের জন্য কমপক্ষে অষ্টম শ্রেণি এবং অন্যান্যদের ক্ষেত্রে এসএসসি পাশ হতে হবে।
* যে কোন FMCG কোম্পানীতে ডিএসআর/এসআর পদে কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
* বয়সসীমা সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর তবে অভিজ্ঞদের জন্য সর্বোচ্চ ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
* শারীরিক উচ্চতা ন্যূনতম ৫ ফুট এবং সুঠাম দেহ ও সু-স্বাস্থ্যের অধিকারি হতে হবে।
* বাইসাইকেল চালানোর ইচ্ছা থাকতে হবে।
* বাজার সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান ও পরিচিতি থাকতে হবে।
* দোকানদার ও কাস্টমারকে বোঝানোর সক্ষমতা থাকতে হবে।
* শুধুমাত্র পুরুষরা আবেদন করতে পারবেন।
চাকরির দায়িত্ব বা কাজের বিবরণ :
* নিয়মিত পণ্যের অর্ডার সংগ্রহ করা।
* পণ্য ভিত্তিক সেলস রিপোর্ট তৈরি করে টেরিটরি সেলস ম্যানেজারকে প্রদান করা।
* প্রতিটি দোকান/ আউটলেট এ পণ্যের মার্চেন্ডাৈইজিং নিশ্চিত করা।
* মাসিক বিক্রয় লক্ষ্যমাত্র অনুসারে ডিও এবং লিফটিং টার্গেট পর্যালোচনা করা।
* নতুন নতুন মার্কেট খুঁজে বের করা এবং বিক্রয় নিশ্চিত করা।
* নিয়মিত রুট চার্ট মেনে মার্কেট ভিজিট করা।
* পণ্যের স্টক যথাযথভাবে চেক করে ডিও নিশ্চিত করা।
* কোম্পানী প্রদত্ত বিভিন্ন লজিস্টিক এর যথাযথ ব্যবহার এবং সংরক্ষণ নিশ্চিত করা।
সুযোগ-সুবিধা :
টিএ/ ডিএ, বিক্রয় কমিশন, ইনসেনটিভ, উৎসব ভাতা, বছরান্তে বেতন বৃদ্ধিসহ কর্মদক্ষতার ভিত্তিতে বিদেশ গমন।
আবেদনের নিয়ম
আবেদন পাঠাতে হবে ই-মেইলে। ই-মেইল ঠিকানা: career@prangroup.com
প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা
প্রাণ, প্রাণ সেন্টার, ১০৫ বীর উত্তম রফিকুল ইসলাম এভিনিউ, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন