যেভাবে প্রস্তুতি নিয়ে সহকারী শিক্ষক হয়েছেন সোনিয়া আক্তার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক (পাস) পড়াশোনার সময় থেকেই বিভিন্ন চাকরির আবেদন করা শুরু করি। ২০১২ স্নাতকোত্তর পাসের পরপরই আমার নিজ জেলার একটি বেসরকারি স্কুলে যোগ দিই। স্কুলটি প্রথমে জুনিয়র স্কুল হলেও পরে দশম শ্রেণি পর্যন্ত বর্ধিত করা হয়। ২০১৪ সালের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ’ পরীক্ষার জন্য আবেদন করি। কিন্তু এর পর দীর্ঘদিন পরীক্ষার কোনো খবর না হওয়ায় প্রস্তুতির কথা ভুলেই গিয়েছিলাম। এক দিন শুনি, স্থগিত হওয়া প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা হবে ২০১৮ সালে। এ খবর শুনে আবার শুরু করি প্রস্তুতি। সারা দিন স্কুল শেষে রাতে অন্তত তিন-চার ঘণ্টা পড়াশোনা করেছি। প্রস্তুতির শুরুতেই চেষ্টা করেছি—বিষয়ভিত্তিক প্রস্তুতি যত বেশি নেওয়া যায়। তবে পরীক্ষার আগমুহূর্তে প্রস্তুতির পরিধি কমিয়ে শুধু গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ওপর বেশি জোর দিয়েছি। কয়েকটি বই বেশ কাজে দিয়েছে—প্রাথমিক শিক্ষক নিয়োগ গাইড, জব সলিউশন, বিসিএস শর্টকাট সিরিজ (বাংলা, ইংলিশ, ম্যাথ, সাধারণ জ্ঞান), আজকের বিশ্ব, কারেন্ট অ্যাফেয়ার্স। এ ছাড়া বিভিন্ন বিষয়ে পঞ্চম থেকে দশম শ্রেণি, এমনকি কোনো কোনো ক্ষেত্রে দ্বাদশ শ্রেণির পাঠ্য বইও পড়েছি।

সাধারণ জ্ঞান অংশের জন্য বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়, তথ্য ও প্রযুক্তি, সাম্প্রতিক ঘটনাবলি, রাজনীতি, ইতিহাস, সংস্কৃতি, খেলাধুলাসংক্রান্ত তথ্যগুলো নিয়মিত দৈনিক পত্রিকা, অনলাইন ও বিভিন্ন মাধ্যম থেকে সংগ্রহ করে নোট করে পড়েছি। আমার মনে হয়, যেসব প্রার্থী টিউশনি করান বা কিন্ডারগার্টেন/জুনিয়র স্কুলে পড়ান, তাঁরা সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভালো করতে পারবেন। কারণ বিষয়ভিত্তিক বেশির ভাগ প্রশ্নই পাঠ্য বইয়ের আলোকে আসে। টিউশনি করলে কিংবা শিক্ষার্থী পড়ালে এ বিষয়গুলোর ওপর ভালো দখল থাকে।
২০১৮ সালের এপ্রিলে লিখিত পরীক্ষা দিই। টিকে যাই। এবার মৌখিক পরীক্ষা। ২০ নম্বরের মৌখিক পরীক্ষায় ৫ নম্বর থাকে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার ওপর, ৫ নম্বর প্রার্থীর সহশিক্ষা কার্যক্রম (যেমন নাচ, গান, আবৃত্তি, অভিনয়, স্কাউটিং ইত্যাদি) বিষয়ের ওপর। আমি কলেজজীবনে স্কাউটিংয়ে সম্পৃক্ত থাকায় নম্বর তুলতে আমার জন্য সুবিধা হয়। মৌখিকেও টিকে গেলাম।

চাকরিতে যোগ দিই ২০১৮ সালের সেপ্টেম্বরে।

সোনিয়া আক্তার, 
সহকারী শিক্ষক, 
ধামদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুন্সীগঞ্জ

মন্তব্যসমূহ