কানাডায় শিক্ষাবৃত্তি : Scholarship in Canada

কানাডায় উচ্চশিক্ষার জন্য সুযোগ সবার জন্য প্রত্যাশিত। শিক্ষাজীবন শেষ করেই পছন্দের পেশায় যোগ দেওয়ার সুযোগ থাকাই কানাডায় পড়তে যান বিশ্বের নানা দেশের শিক্ষার্থীরা। নাগরিক সুবিধার কারণে পুরো বিশ্বের শিক্ষার্থীদের মতো বাংলাদেশের শিক্ষার্থীদের কাছেও উচ্চশিক্ষার জন্য আকর্ষণীয় দেশগুলোর মধ্য কানাডা অন্যতম।

সম্প্রতি কানাডার সাস্কাচুয়ান বিশ্ববিদ্যালয় বৃত্তির ঘোষণা দিয়েছে। এমএস ও ডক্টরাল ডিগ্রির জন্য এ বৃত্তি দেওয়া হবে। সারা বিশ্বের যে কেউ এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। এটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য কানাডার একটি বৃত্তি। সাস্কাচুয়ান বিশ্ববিদ্যালয়ের এই বৃত্তি পেলে পড়াশোনার মাধ্যম হবে ইংরেজি। এ বৃত্তির জন্য আবেদনের শেষ তারিখ ২২ ফেব্রুয়ারি।

পিএইচডির জন্য ২০ হাজার ডলার দেওয়া হবে। আর মাস্টার্সের জন্য দেওয়া হবে ১৬ হাজার ডলার। এ স্কলারশিপের বিস্তারিত তথ্য পাওয়া যাবে: https://opportunitydesk.info/university-of-saskatchewan-graduate-scholarships-in-canada-funded/


কানাডায় কাজের অনুমতির (ওয়ার্ক পারমিট) যে কর্মসূচি চালু আছে তার আওতায় বিদেশি পোস্টগ্র্যাজুয়েট শিক্ষার্থীরা শিক্ষা শেষে তিন বছর পর্যন্ত কাজ করতে পারেন। এই কর্মসূচিটিকে স্থায়ীভাবে নাগরিকত্ব পাওয়ার পথ হিসেবেই দেখা হয়।
কানাডায় কাজের অনুমতির (ওয়ার্ক পারমিট) যে কর্মসূচি চালু আছে তার আওতায় বিদেশি পোস্টগ্র্যাজুয়েট শিক্ষার্থীরা শিক্ষা শেষে তিন বছর পর্যন্ত কাজ করতে পারেন। এই কর্মসূচিটিকে স্থায়ীভাবে নাগরিকত্ব পাওয়ার পথ হিসেবেই দেখা হয়।

বিষয়গুলো

নৃবিজ্ঞান, আর্ট অ্যান্ড আর্ট হিস্ট্রি, কারিকুলাম স্টাডিজ, এডুকেশন, ইন্ডিজিনাস স্টাডিস, ভাষা, সাহিত্য, মার্কেটিং, মিউজিক, দর্শনসহ আরও কয়েকটি বিষয়ে পড়ার সুযোগ আছে কানাডার সাস্কাচুয়ান বিশ্ববিদ্যালয়ে।

কানাডার সাস্কাচুয়ান বিশ্ববিদ্যালয় বৃত্তির বিস্তারিত দেখুন: https://students.usask.ca/money/awards/graduate-awards.php?award=301368GS01


বৃত্তির পরিমাণ

পিএইচডির জন্য ২০ হাজার ডলার বৃত্তি এবং আর স্নাতকের জন্য বৃত্তি হবে ১৬ হাজার ডলার। মাস্টার্সের ২ বছর এবং ডক্টরাল ৩ বছরের পড়ালেখা করতে হয় সাস্কাচুয়ান বিশ্ববিদ্যালয়ে।


যেসব বিষয় প্রয়োজনীয় হবে

* কানাডার বাইরে বিশ্বের যেকোনো দেশের নাগরিক হতে হবে
* স্নাতকোত্তর বৃত্তির জন্য অবশ্য স্নাতক ডিগ্রী থাকতে হবে
* পিএইচডির জন্যও স্নাতক ডিগ্রী থাকতে হবে
* আইইএলটিএস লাগবে


বিস্তারিত জানতে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে ঢু মারতে হবে।

মন্তব্যসমূহ