বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ : Bangladesh Army Civilian Job Circular 2022
সেনাবাহিনীর বেসামরিক পদে আবারো নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি army.mil.bd Job Circular 2022 এই ওয়েবসাইটটিতে প্রকাশিত হয়। বাংলাদেশ সেনাবাহিনী ৯১ টি পদে মোট ৪৫৩ জনকে নিয়োগ দেবে। উল্লিখিত পদে জনবল নিয়োগের লক্ষ্যে সংশ্লিষ্ট পদের যোগ্যতা ও অভিজ্ঞতাসম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহবান করা হচ্ছে। আপনি যদি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে আগ্রহী হন তাহলে এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করার মাধ্যমে যোগদান করতে পারেন।
আবেদনের শেষ সময়
৩১ জানুয়ারি ২০২২
বেসামরিক ৯১ ধরনের পদে মোট ২৫১ জন নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী।
পদগুলো হলো—স্টোরকিপার-১টি, ফার্মাসিস্ট-১টি, ল্যাবরেটরি টেকনিশিয়ান-১টি, হেড মেকানিক-১টি, সুপার ভাইজার-১টি, ইউডিসি-১টি, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট-১টি, ক্যাটালগার-১টি, এসএএসআই-৩টি, ড্রাফটসম্যান-২টি, ড্রাইভার রিকভারি-১টি, কম্পাউন্ডার-৩টি, অফিস করনিক/অফিস করনিক কাম টাইপিস্ট-৪৯টি, এক্সচেঞ্জ অপারেটর/টেলিফোন এক্সচেঞ্জ অপারেটর-৪টি, এমটি ড্রাইভার/ড্রাইভার/ সিএমডি/সিভিলিয়ান মেকানিক ড্রাইভার-১৩টি, ল্যাবরেটরি অ্যাটেন্ড্যান্ট-১টি, ভিউয়ার-২টি, স্টোরম্যান-১৬টি, টার্নার-২টি, ইলেকট্রিশিয়ান- ৩টি, ওয়েল্ডার-১টি, মেইনটেন্যান্স টেকনিশিয়ান- ৪টি, সয়ার-১টি, ইয়ার্ড সুপারভাইজার-১টি, লাইনম্যান-১টি, পেইন্টার-৩টি, টিনস্মিথ-২টি, ইনসেমিনেটর-১টি, বুকবাইন্ডার-১টি, ফিটার-১টি, আপহোলস্টার-১টি, সহিস-১টি,
পাম্প অপারেটর-১টি, বয়লার অ্যাটেন্ড্যান্ট-১টি, মেশন-১টি, ফায়ারম্যান-১৪টি, পাম্প ড্রাইভার-২টি, প্যাকার-২টি, সহকারী বাবুর্চি-৫টি, ইএন্ডবিআর-৪টি, পরিচ্ছন্নতাকর্মী-৫৯টি, বাবুর্চি (ইউ/মেস)/এনসি (ইউ)-বাবুর্চি (ইউ)-২০টি, মেসওয়েটার-২২টি, অফিস সহায়ক/বার্তাবাহক-১৯টি, শ্রমিক/ ইউএসএম-৫২টি, ফায়ার ক্রু-১টি,
ফার্ম লেবার/ফার্ম লেবার (পরিচ্ছন্নতাকর্মী/কাল্টিভেশন/এনিম্যাল অ্যাটেন্ড্যান্ট)-৬টি, মালী-২টি, কার্পেন্টার-৫টি, নিরাপত্তা প্রহরী-২৪টি, জিসি’স অর্ডারলি-১৭টি, টেইলার-৪টি, গ্রাউন্ডসম্যান-২টি, ওয়েল্ডার (এইচএস-২)-১টি, মোল্ডার (এইচএস-১)-১টি, প্যাটার্ন মেকার (এইচএস-২)-১টি, ডাই মেকার (এইচএস-২)-১টি, ব্ল্যাকস্মিথ (এইচএস-১)-২টি, টিনএন্ড কপার স্মিথ (এইচএস-২)-২টি, আপহোলস্টার (এইচএস-১)-১টি, আপহোলস্টার (এইচএস-২)-৩টি, মোল্ডার (এইচএস-২)-২টি, পেইন্টার (এইচএস-২)-১টি, বয়লার অ্যাটেন্ড্যান্ট (এইচএস-২)-১টি, ইনস্ট্রুুমেন্ট মেকানিক (এইচএস-২)-২টি, মেরিন টেকনিশিয়ান (এইচএস-২)-২টি, ভলকানাইজার (এইচএস-২)-১টি, ওয়্যারলেস মেকানিক (গ্রেড-২)-১টি, ফিটার এমভি (স্কিড)-৩টি, মেশিনিস্ট (এসএস-১)-২টি, বেঞ্চ ফিটার (স্কিড)-৬টি, বেঞ্চ ফিটার (এসএ-১)-১টি, প্যাটার্ন মেকার (স্কিড)-১টি, ইলেকট্রিশিয়ান (স্কিড)-১টি, ওয়েল্ডার (স্কিড)-১টি, কার্পেন্টার (স্কিড)-২টি, কার্পেন্টার (এসএ-১)-১টি, ডেন্টার (স্কিড)-২টি, আপহোলস্টার (স্কিড)-১টি, পেইন্টার (স্কিড)-২টি, ইন্সট্রুমেন্ট মেকানিক (স্কিড)-২টি, টেলিকম টেকনিশিয়ান (এসএ-১)-১টি, ফিটার সি ভেহিক্যাল (স্কিড)-২টি, মেরিন টেকনিশিয়ান (স্কিড)-২টি, ফিটার গান (স্কিড)-২টি, ফিটার গান (এসএ-১)-১টি, ব্ল্যাক স্মিথ (স্কিড)-১টি, ফিটার এমভি (এসএস-২)-৬টি, টেলিকম টেকনিশিয়ান (এসএস-২)-১টি, ইনস্ট্রুমেন্ট মেকানিক (এসএস-২)-১টি, আর্মোরার (এসএস-২)-১টি। পদভেদে আবেদনের যোগ্যতা ও শর্ত ভিন্ন ভিন্ন।
উল্লেখিত সকল পদের জন্য নির্ধারিত ঠিকানায় আবেদনপত্র পৌছানাের শেষ তারিখঃ ৩১ জানুয়ারি ২০২২। বিস্তারিত সকল তথ্য এবং আবেদনপত্র প্রেরণের ঠিকানাসহ আবেদন ফরম পেতে ভিজিট www.army.mil.bd। সার্কুলারে স্বাক্ষরকারী তথা কন্ট্রোলার অব সিভিলিয়ান পার্সোনেল, সেনাসদর, এজি’র শাখা, পিএ পরিদপ্তর বরাবর কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না। অত্র পরিদপ্তর বরাবর প্রেরিত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে।
বি: দ্র: বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়ােগের সকল কার্যক্রম সেনানিবাসের সংশ্লিষ্ট দপ্তরের তত্ত্বাবধানে সম্পন্ন হয়। এছাড়া নির্বাচিত প্রার্থীদের নিয়ােগপত্র সেনানিবাসের সংশ্লিষ্ট দপ্তর হতে ডাকযােগে প্রদান করা হয়। সেনাবাহিনীতে ভর্তির জন্য যেকোন ধরনের প্রতারক বা দালালের কবল থেকে সতর্ক থাকুন। কেউ আর্থিক লেনদেনসহ কোন প্রকার প্রতারণা করার চেষ্টা করলে তাকে নিকটস্থ আইন প্রয়ােগকারী সংস্থার নিকট সােপর্দ করুন। ভুয়া ঠিকানা, ভুয়া সনদপত্র কিংবা ভুল। তথ্য প্রদানের মাধ্যমে সেনাবাহিনীতে ভর্তির তথ্য উদঘাটিত হলে চাকুরীর যে কোনাে পর্যায়ে বরখাস্ত করাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডাউলোড আবেদন ফরম
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন