বিডিজবস সিভির জন্য প্রয়োজনীয় ডকুমেন্টঃ How To Create BDjobs CV

জীবনবৃত্তান্ত (CV) হচ্ছে একজন সম্ভাব্য চাকুরীদাতার কাছে একজন চাকুরীপ্রার্থী হিসাবে উপস্থাপন করার প্রাথমিক মাধ্যম৷ কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় BDJOBS- চাকুরীপ্রার্থীরা তাদের জীবনবৃত্তান্ত সুন্দর এবং সঠিকভাবে তৈরী করার ব্যাপারে গুরুত্ব প্রদান করে না৷ ফলশ্রুতিতে অনেক যোগ্য প্রার্থীই Job Interview-তে ডাক পায় না এবং যোগ্যতা প্রমাণের সুযোগ থেকে বঞ্চিত হয় ৷ 

এটি খুবই গুরুত্বপূর্ণ যে আপনি আপনার CV-তে সঠিক তথ্য দিবেন৷ এমন কোন তথ্য দিবেন না যা আপনার Job interview-তে ভুল প্রমাণিত হতে পারে ৷  

বিডিজবস- আপনার জীবনবৃত্তান্ত (CV) তৈরীর আগে যে সকল বিষয়ে নজর রাখবেনঃ


*** ইংরে‌জি‌তে নিচের তথ্যগুলো দিতে হবে।

১। ‌মোবাইল নম্বর, ইমেইল (অবশ্যই  সচল থাক‌তে হ‌বে)
২। ছ‌বি এবং স্বাক্ষর;

 পূর্বে কোন সরকারি চাকরির আবেদন করে থাকলেসেই Applicant Copy দিবেন অথবা আপনার সিভি তৈরি করা থাকলে সিভিটা দিবেন

নামঠিকানাঃ গ্রাম-ডাকঘর-থানা/ উপ‌জেলা-‌জেলা-‌পোস্ট কোডজাতীয় প‌রিচয়পত্র নম্বরকোটাবৈবাহিক অবস্থা, ধর্ম;

শিক্ষাগত যোগ্যতার তথ্যঃ সা‌র্টি‌ফি‌কে‌টের স্পষ্ট ছ‌বি তু‌লে পাঠা‌তে পা‌রেন অথবা পরীক্ষার নামপা‌শের বছররেজাল্ট, বোর্ড/‌ বিশ্ব‌বিদ্যালয়বিভাগ/‌ বিষয়রোল নংরেজাল্ট প্রকা‌শের তা‌রিখ-‌দিন-মাস-বছর (সা‌র্টি‌ফি‌কে‌ট বা মার্ক‌শি‌টের নি‌চে দেখুন)

ক‌ম্পিউটার প্র‌শিক্ষ‌ণঃ স্পষ্ট ছ‌বি তু‌লে পাঠা‌তে পা‌রেন অথবা প্র‌তিষ্ঠা‌নের নামযে বিষয়গু‌লো শি‌খে‌ছেনকয়মাস মেয়াদীশুরু এবং শে‌ষের মাস ও সন;

। অভিজ্ঞতা (য‌দি থা‌কে): স্পষ্ট ছ‌বি তু‌লে পাঠা‌তে পা‌রেন অথবা প্র‌তিষ্ঠা‌নের নামযে যে দা‌য়িত্ব পালন ক‌রে‌ছেনশুরু এবং শে‌ষের মাস ও সন;

 রেফারেন্সঃ প‌রিবা‌রের কেউ নয় কিন্তু আপনা‌কে ভা‌লোভা‌বে চে‌নে ও যা‌নে এমন ২ জন বি‌শিষ্ট ব্য‌ক্তির নামঠিকানাপ্র‌তিষ্ঠান/ অফিসের নামঅফি‌সের ঠিকানাপদবীমোবাইল নম্বরসম্প‌র্ক;

৯। যদি পারেন তাহলে নিচের তিনটি বিষয় (কমপক্ষে তিন লাইন) নিজের মতো করে সুন্দরভাবে লিখবেনঃ


Career Objective:

সদ্য পাশ করা চাকুরী প্রার্থী বা অল্প অভিজ্ঞ (১/২ বছর) চাকুরী প্রার্থীদের জন্য এটি বেশী প্রযোজ্য৷ এই অংশে আপনি আপনার চাকুরী ক্ষেত্রে বর্তমান লক্ষ্য (Immediate goal) উল্লেখ করুন এবং আপনার যোগ্যতা কিভাবে বিজ্ঞপ্তির (Advertised) চাকুরী বা যে প্রতিষ্ঠানে পাঠাচ্ছেন, তার প্রয়োজন মেটাতে পারে তার প্রেক্ষিতে উপস্থাপন করুন৷ চাকুরীর জন্য উপযুক্ত ইতিবাচক বৈশিষ্ট্যগুলো সংক্ষিপ্তভাবে উল্লেখ করুন৷ চাকুরীর বিজ্ঞপ্তি বা কোম্পানির প্রয়োজনের সাথে খাপ খাইয়ে Career Objective লেখা জরুরী৷ আপনি কোম্পানিকে কি দিতে পারবেন তার ওপর গুরুত্বারোপ করুন, কোম্পানির কাছ থেকে আপনি কি আশা করছেন তার ওপর নয় ৷


Career Summary:

যে সকল ব্যক্তিদের ৪-৫ বছরের বেশী চাকরীর অভিজ্ঞতা আছে তাদের জন্য এটি বেশী প্রযোজ্য৷ এই অংশে আপনি সর্বোচ্চ ৬-৭ লাইনে উল্লেখ করুন আপনার পূর্ব চাকরীর অভিজ্ঞতার কর্মক্ষেত্রগুলো৷ আপনার পূর্ব অভিজ্ঞতার সাফল্যগুলো (Achievement) সংক্ষেপে তুলে ধরুন (যদি থাকে) ৷


Special Qualification:








কিভাবে বিডিজবস একাউন্ট তৈরি করা যায়? How can create BD jobs account? What is the format of CV? How do you write a career summary in Bdjobs? What is Bdjobs grading scale? বিডিজবস একাউন্ট ক্রিয়েট, How to Create BDJobs Account, BDjobs CV Create & Apply, কীভাবে সিভি তৈরি করব? সুন্দর জীবনবৃত্তান্ত (CV) তৈরীর কৌশল, 

মন্তব্যসমূহ