চাকরির সাক্ষাৎকার প্রস্তুতি : Job Interview Preparation

সরকারি বে-সরকারি সকল চাকুরীতেই প্রচুর প্রতিযোগিতা হয়। সাধারণত প্রার্থি বাছাইয়ের ক্ষেত্রে এমসিকিউ, লিখিত এবং ভাইভা হয়ে থাকে। কোন কোন ক্ষেত্রে এর যে কোন একটি দিতে হয়। যেমন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার জন্য শুধু ভাইভা দিতে হয়। যেভাবেই মূল্যায়ন করা হোক না কেন, এর জন্য আপনার ভালো প্রস্তুতি থাকতে হবে।

চাকরির সাক্ষাৎকার মানেই টেবিলের ওপার থেকে ভেসে আসা প্রশ্নের তোড়। সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে যদি খাবি না খান এবং সামলে যেতে পারেন, তবেই বুঝতে হবে চাকরি নামক সোনার হরিণ আপনার খাঁচায় বন্দী হতে চলেছে। তবে এর জন্য সবার আগে পাড়ি দিতে হবে প্রশ্নরূপ সমুদ্র।

নিজেকে প্রস্তুত করুন

  • বেশী করে প্রস্তুতি নিন।
  • আপনার স্বপ্নের চাকুরী পাওয়া এত সহজ নয়। তাই চাকুরীর সাক্ষাৎকার বা লিখিত পরীক্ষার পূর্বে যতটা সম্ভব গ্রহণ করতে হবে।
  • মনে রাখবেন বাছাই প্রক্রিয়ার অপর নাম বাদ দেয়া।
  • সাক্ষাৎকার সময়সূচী জানার সাথে সাথে এর জন্য সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করুন।
  • চাকুরী সম্পর্কিত তথ্য রাখার জন্য ব্যক্তিগত ফোল্ডার তৈরী করুন।
  • শিক্ষাগত যোগ্যতার মূলকপি সমূহ
  • কাজের নমুনাসমূহ
  • নিয়োগদাতাকে যে তথ্য দিয়েছেন তার কপি, আপনার আবেদনপত্র (কাভার লেটার/ Cover Letter) এবং জীবনবৃত্তান্তে আপনি কি লিখেছেন তা মনে রাখা।
আপনার বেতনভাতা সুবিধাদি কি হবে সে সম্পর্কেও চিন্তাভাবনা শুরু করতে হবে। বেতনাদির উপাদানগুলো সম্পর্কে জানতে হবে, যা নিয়ে আলোচনা করা হবে। দৃশ্যমান ও অদৃশ্যমান বিষয়গুলো কি কি? আপনার বেতন প্যাকেজে কোন বিষয়টি অবশ্যই থাকতে হবে? ন্যূনতম বেতনের পরিমান এবং আপনার সম্ভাব্য চাকুরীদাতা ও আপনার উভয়ের স্বার্থ রক্ষা করা যায় তা চিন্তা করুন।

চাকুরীর সাক্ষাৎকারের মুখোমুখি হওয়া

  • সাক্ষাৎকার চাকুরীর বাজারে নিজেকে বিক্রির এবং উক্ত প্রতিষ্ঠান ও তাদের কর্মচারীদের সম্পর্কে জানার সুযোগ করে দেয়।
  • কল সাক্ষাৎকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হল যথাযথ প্রস্তুতি ও ভাল শ্রবণ ক্ষমতা।
  • সাক্ষাৎকারের প্রধান উদ্দেশ্য হল যথাযথ দক্ষতা ও যোগ্যতা সম্পন্ন সঠিক ব্যক্তিকে বাছাই করা।
  • চাকুরীর সাক্ষাৎকারের মুখোমুখি হওয়া।
  • যে ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে সে সম্পর্কে প্রস্তুতি গ্রহণ করুন।
  • প্রশ্নোত্তর প্রদানের চর্চা করুন।
  • শব্দের ব্যাপারে বেশী মনোযোগী না হয়ে বরং আপনি উত্তরে কি বলবেন সে সম্পর্কে চিন্তা ও ধারণা তৈরী করুন। আপনি তাদের কি ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করতে চান তা প্রস্তুত করুন।
  • একটি লক্ষ্য স্থির করা, যথা: চাকুরীর প্রস্তাব পাওয়া এবং আপনি ওই কোম্পানীতে/ প্রতিষ্ঠানে চাকুরী করবেন কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের জন্য ঐ প্রতিষ্ঠান ও তাদের কর্মচারীদের সম্পর্কে জানুন।

সাক্ষাৎকারের প্রকারভেদ:

  • প্যানেল/ বোর্ড সাক্ষাৎকার
  • একজন করে নেয়া সাক্ষাত্কার
  • প্রত্যুৎপন্ন সাক্ষাৎকার/ Sudden Interview
  • দ্বিতীয় সাক্ষাৎকার বা পরবর্তী সাক্ষাৎকার
  • নৈশ ভোজ সাক্ষাৎকার/ Diner Interview
  • টেলিফোন/ ভিডিও কনফারেন্স সাক্ষাৎকার
  • গ্রুপ/ দলগত সাক্ষাৎকার
  • কাজের নমুনা সাক্ষাৎকার
  • জোড়া দল সাক্ষাৎকার
  • মানসিক চাপ/ আচরণ সম্পর্কিত সাক্ষাৎকার

চাকুরীর সাক্ষাৎকারের মুখোমুখি হওয়া

  • মজা করে বন্ধুবান্ধব ও আত্মীয়দের সাক্ষাৎকার দিন বা গ্রহণ করুন এবং অনুশীলন ও মূল্যায়নের জন্য ভিডিওটেপের মাধ্যমে ধারণ করে রাখুন।
  • সাক্ষাৎকার পর্বে আপনার প্রশ্ন জিজ্ঞাসার সময় আসবে সে সময়ের জন্য অন্তত তিনটি প্রশ্ন প্রস্তুত করে রাখুন।

ফিডব্যাক

  • আপনার চাকুরী খোঁজার (অগ্রগতির) সাথে সাথে ফলাফল ভাল করতে ও মধ্যবর্তী সংশোধনীর জন্য যখনই সম্ভব পূর্বের কাজ মূল্যায়ন করতে হবে। চাকুরী বিষয়ে পরামর্শদাতা, বয়োজ্যেষ্ঠ যারা আপনার জীবনবৃত্তান্ত পর্যালোচনা করেছে, যারা আপনার চাকুরীর সাক্ষাৎকার গ্রহণ করেছে এমন ব্যক্তিদের নিকট থেকে প্রতিক্রিয়া জানুন।
  • আপনার পদ্ধতি উন্নয়নে এদের নিকট থেকে গঠনমূলক মতামতকে কাজে লাগান।

শেষ কিন্তু ম্যূল্যহীন নয়

  • আশা হারাবেন না।
  • লক্ষ্য অর্জনের জন্য চেষ্টা অব্যাহত রাখতে এবং নিজে উৎফুল্ল থাকতে পরিবার ও বন্ধুবান্ধবদের সহায়তা নিন।
  • মানসিক চাপে থেকে মানুষ চাকুরীর সাক্ষাৎকারে ভাল ফলাফল করতে পারে না।
  • নিজেকে স্বল্প মেয়াদী যে কোন কাজে ব্যস্ত রাখতে চেষ্টা করুন -তা বৈতনিক বা অবৈতনিক যাই হোক না কেন।





সাক্ষাৎকারে কোন প্রশ্নের কী উত্তর | চাকরির সাক্ষাৎকারের জন্য করণীয় | What is interview for a job? How do well in a job interview? সাক্ষাৎকারের প্রস্তুতির | ইন্টারভিউ প্রস্তুতি এবং প্রয়োজনীয় সাক্ষাৎকার টিপস | চাকরির সাক্ষাৎকারের জন্য যেভাবে প্রস্তুতি নেবেন |  What are the 10 most common interview questions and answers? What are 5 tips for a successful job interview?

মন্তব্যসমূহ