১০ ধরনের পদে মোট ৭৬৫ জন নেবে স্বাস্থ্য অধিদপ্তর। আউটসোর্সিং প্রক্রিয়ায় প্রকল্প চলাকালীন সময়ের জন্য এসব জনবল নিয়োগ দেওয়া হবে। আবেদন করতে হবে অনলাইনে (http://dghserpp.teletalk.com.bd) ২১ জুলাইয়ের মধ্যে।
পদের তালিকা :
১। মেডিকেল অফিসার - ১৩টি
বেতন : ১০০,০০০ টাকা
যোগ্যতা : এমবিবিএস
২। ল্যাব কনসালটেন্ট - ২৭টি
বেতন : ৮০,০০০ টাকা
যোগ্যতা : সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর/ সমমানের ডিগ্রী।
৩। নার্স - ১৫০টি
বেতন : ৫৫,০০০ টাকা
যোগ্যতা : বিএসসি ইন নার্সিং / ডিপ্লোমা ইন নার্সিং।
৪। ডিজিএইচএস সাপোর্ট স্টার নন-টেকনিক্যাল - ১টি
বেতন : ৬০,০০০ টাকা
যোগ্যতা : স্নাতক / সমমানের ডিগ্রি।
৫। মেডিকেল টেকনোলজিস্ট - ১০৮ টি
বেতন : ৩৭,৫০০ টাকা
যোগ্যতা : ল্যাব বিষয়ে ডিপ্লোমা/ সমমানের ডিগ্রি।
৬। কম্পিউটার/ডাটা অপারেটর - ২টি
বেতন : ৩০,০০০ টাকা
যোগ্যতা : উচ্চমাধ্যমিক/ সমমানের ডিগ্রি। কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে।
৭। ল্যাব এটেনডেন্ট - ৫৪টি
বেতন : ২০,০০০ টাকা
যোগ্যতা : অষ্টম শ্রেণি/ সমমানের ডিগ্রি।
৮। আয়া - ১০৮টি
বেতন : ২০,০০০ টাকা
যোগ্যতা : অষ্টম শ্রেণি/ সমমানের ডিগ্রি।
৯। ওয়ার্ড বয় - ১০৮টি
বেতন : ২০,০০০ টাকা
যোগ্যতা : অষ্টম শ্রেণি/ সমমানের ডিগ্রি।
১০। ক্লিনার - ১৯৮টি
বেতন : ২০,০০০ টাকা
যোগ্যতা : অষ্টম শ্রেণি / সমমানের ডিগ্রি।
বয়স : ২১ জুলাই ২০২২ তারিখের হিসেবে প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৬০ বছরের মধ্যে।
আবেদন ফি : আবেদনের ৭২ ঘণ্টার মধ্যে ৫৬০ টাকা (চার্জসহ) ফি দিতে হবে টেলিটক প্রি-পেইড সংযোগ থেকে এসএমএসের মাধ্যমে।
নিয়োগ বিজ্ঞপ্তি :
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন