প্রাথমিকের মৌখিক পরীক্ষায় যেসব প্রশ্ন করা হচ্ছে : Primary Viva

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ এর মৌখিক পরীক্ষা চলছে। প্রথম ধাপের মৌখিক পরীক্ষা শুরু হয়েছে ১২ জুন ও দ্বিতীয় ধাপের মৌখিক পরীক্ষা শুরু হয়েছে ১৯ জুন থেকে। আগামী ৩ জুলাই থেকে শুরু হবে তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষা।

বরাবরের মতো এবার পরীক্ষাগুলো উপজেলা ভিত্তিক অনুষ্ঠিত হচ্ছে। ধাপে ধাপে পরীক্ষা গ্রহণ শেষে প্রকাশ করা হয়ে চূড়ান্ত ফল। এবার সারাদেশ থেকে নিয়োগ দেওয়া হবে ৪৫ হাজার সহকারী শিক্ষক। ফলে এই নিয়োগ পরীক্ষা সবার আগ্রহের কেন্দ্রে রয়েছে। যারা ইতোমধ্যে মৌখিক পরীক্ষা দিয়েছেন, তাদের জন্য শুভকামনা। মূলত যারা সামনে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন, তাদের জন্য আজকের আয়োজন।

সম্প্রতি শেরপুর থেকে মৌখিক পরীক্ষায় অংশ নিয়েছেন ইসরাত জাহান ও সিরাজগঞ্জ থেকে আব্দুল মজিদ শেখ। চলুন তাদের বয়ানে জেনে নেওয়া মৌখিক পরীক্ষার বাস্তব অভিজ্ঞতা-

নাম: ইসরাত জাহান
পরীক্ষা গ্রহণের তারিখ: ১৫ জুন ২০২২
জেলা: শেরপুর 

ইসরাত জাহান: আসতে পারি? 
স্যার: আসুন।
ইসরাত জাহান: আসসালামু আলাইকুম স্যার।
স্যার: উত্তর দিলেন। বসতে বললেন। 
ইসরাত জাহান: বসলাম।
স্যার: আপনার নাম কি?
ইসরাত জাহান: নাম বললাম।

স্যার : আপনি তো অর্থনীতি নিয়ে পড়াশোনা করেছেন। বলেন তো, প্রাইমারিতে অর্থনীতি নিয়ে বাচ্চাদের কী শেখাবেন?
ইসরাত জাহান: কীভাবে অসীম অভাবকে সীমিত সম্পদ দ্বারা পূরণ করা যায়- তা শেখাব।
স্যার: এত ছোট বাচ্চারা কী এইগুলো বুঝবে? অন্য ভাবে বোঝান?
ইসরাত জাহান: আমি তো হাসছি। কি বলবো বুঝতে পারছি না। 
অন্য স্যার : আচ্ছা বলেন, তো প্রাইমারিতে শিশুদের পড়ানোর জন্য একটি শ্রেণি আছে তার নাম কি?
ইসরাত জাহান: বললাম প্রাক-প্রাথমিক শিশু শ্রেণি।
স্যার: এইখানে বাচ্চাদের কি পড়ানো হয় জানেন কি?
ইসরাত জাহান: বিভিন্ন কার্টুন, ছবি, পোস্টার এইগুলা দেখানো হয়। এইগুলো থেকে শিখানো হয়।
স্যার : আপনার মৌলিক  বিষয় সম্পর্কে ধারণা আছে তাহলে। 
আবার আগের স্যার : আচ্ছা আপনি যে প্রাইমারিতে চাকরি করবেন, আপনার মধ্যে কী এমন গুন আছে, শিশুরা আপনার প্রতি আকৃষ্ট হবে? 
ইসরাত জাহান: আমার শিশুদের সঙ্গে মিশতে ভালো লাগে। 
স্যার : আপনার ভালো লাগে বুঝলাম। কিন্তু শিশুদের কেন ভালো লাগবে?
ইসরাত জাহান: কি বলবো বুজতে পারছি না। একটু হাসছি। তখন স্যার প্রশ্নটা সহজ করে দিলো। বলল, আপনি কি ছড়া, গান, কবিতা এইগুলা পারেন? বললাম, হ্যাঁ স্যার পারি। এখন কি প্র্যাকটিস আছে বলতে পারবেন? বললাম, হ্যাঁ স্যার পারবো। বললেন ঠিক আছে বলতে হবে না।
আবার আগের স্যার : আপনি এসএসসি কোন স্কুল থেকে পাশ করছেন, এসএসসি কোন কলেজ, অনার্স, মাস্টার্স কোথা থেকে?
ইসরাত জাহান: বললাম। 
স্যার : আচ্ছা ঠিক আছে । এই নেন আপনার কাগজ পত্র। আপনি এখন আসেন।
ইসরাত জাহান: সালাম দিয়ে বেরিয়ে আসলাম।


নাম : আব্দুল মজিদ শেখ
পরীক্ষা গ্রহণের তারিখ : ২০ জুন, ২০২২
জেলা : সিরাজগঞ্জ

আব্দুল মজিদ শেখ: আসতে পারি, স্যার? 
এডিসি: হ্যাঁ, আসুন আসুন।
আব্দুল মজিদ শেখ: সালাম দিলাম। বসতে বললেন, ধন্যবাদ দিয়ে বসলাম।
এক্সার্নাল ম্যাম: আপনি কী করেন এখন?
আব্দুল মজিদ শেখ: ম্যাম টিউশন আর চাকরির জন্যে পড়াশোনা।

এডিসিঃ স্যার, আমাকে প্রথমেই নির্ধারিত কাগজে, বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ লিখতে বললেন এবং ডিপিও স্যারকে প্রয়োজনীয় সনদপত্র দিতে বললেন।
আব্দুল মজিদ শেখ:  ডিপিও স্যারকে সনদপত্র দিলাম এবং বাংলা বাক্য লিখলাম।
এডিসি: আচ্ছা, আপনি কোথায় পড়াশোনা করেছেন, কোন বিষয়ে?
আব্দুল মজিদ শেখ: বললাম ব্যবস্থাপনা, ঢাকা কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালের অধিভুক্ত।
এডিসি: কোন হলে থেকেছেন?
আব্দুল মজিদ শেখ: আমি ঢাকা কলেজ এ পড়েছি।
এডিসি: ওহ আচ্ছা। আগে ঢাকা কলেজে চান্স পাওয়া কত যে কষ্টের ছিল। আচ্ছা আপনি তো ম্যানেজমেন্ট আরেক স্যারের দিকে তাকিয়ে কথা বলেন।


আব্দুল মজিদ শেখ: আমি ঘুরে বসলাম।
এক্সার্নাল স্যার ও ম্যাম: আচ্ছা বলুন তো, বর্তমানে দ্রব্যমূল্য এত বেশি কেন?
আব্দুল মজিদ শেখ: বললাম।(সন্তুষ্ট)
এক্সার্নাল: এ ক্ষেত্রে সরকার ও জনগণের ভূমিকা কী?
আব্দুল মজিদ শেখ: বললাম (সন্তুষ্ট)।
এক্সার্নাল: আচ্ছা বলুন তো, যদি কোম্পানিতে ৫ জন কর্মকর্তা থাকে, এদের মধ্যে একজন অমনোযোগী ও কাজের প্রতি উদাসীন, তখন আপনি কীভাবে ম্যানেজ করবেন?
আব্দুল মজিদ শেখ: বললাম মোটিভেশন দিয়ে বা তার অমনোযোগী হওয়ার কারণ খুঁজে বের করব।
এক্সার্নাল : কীভাবে মোটিভেশন দিবেন?
আব্দুল মজিদ শেখ: আর্থিক বা অ-নার্থিক ভাবে।
এক্সার্নাল : আর্থিক মোটিভেশন হলো অর্থ বা টাকা দিয়ে যেমন: বেতন বৃদ্ধি, বোনাস, চিকিৎসা ভাতা ইত্যাদি দিয়ে আর অনার্থিক হলো কাজের নিরাপত্তা ও কাজের প্রশংসা করে।
এক্সার্নাল : ৪ জন যদি মানতে না চায় কোম্পানি তো লস করবে, তখন কী করবেন?
আব্দুল মজিদ শেখ: তাহলে সবাইকে নিয়ে মিটিং করে, সবার মতামত নিয়ে একটা সিদ্ধান্ত নিলে কারো কোন অভিযোগ থাকবে না।
এক্সার্নাল : ভেড়ি গুড।
আব্দুল মজিদ শেখ: ধন্যবাদ
এডিসি: আচ্ছা, আপনি কী আব্দুল্লাহ আবু সাঈদ স্যারকে চিনেন।
আব্দুল মজিদ শেখ: জী, স্যার। উনি ঢাকা কলেজের একজন খ্যাতিমান প্রভাষক ছিলেন। তার অনেক লেকচার শুনেছি কিন্তু কাছ থেকে কথা বা দেখা হয়নি।
এক্সার্নাল: আচ্ছা , মজিদ সাহেব, কাজী নজরুল একটা কবিতা ২ লাইন বললেন, একটা শব্দের অর্থ জানতে চাইলেন, ( আমার মনে পড়তেছে না।)
আব্দুল মজিদ শেখ: দেখলাম তিনি ওরার হাত দিয়ে বোঝানোর চেষ্টা করছেন। আন্দাজ করে বললাম যে রকেট.....ব্যাস উনি খুশি হলেন।
এডিসি: আপনাকে কী সাহিত্য থেকে প্রশ্ন করতে পারি?
আব্দুল মজিদ শেখ: শিউর স্যার।
এডিসি: বলেন তো বিশ্ব সাহিত্য কেন্দ্রের শ্লোগান কী?
আব্দুল মজিদ শেখ: বললাম আলোকিত মানুষ চাই।
এক্সার্নাল ম্যাম: মিষ্টি হাসি ‍দিয়ে বললেন , আপনা কী Idiom and Pharse থেকে প্রশ্ন করতে পারি?
আব্দুল মজিদ শেখ: শিউর ম্যাম।
এক্সার্নাল ম্যাম : At the eleventh hour  মানে কী? make sentence করুন।
আব্দুল মজিদ শেখ: শেষ মুহুর্ত। I came to my office at the eleventh hour?
এক্সার্নাল ম্যাম: এখন, আমাদের একটা গান বা কবিতা শোনান।
আব্দুল মজিদ শেখ: শোন একটি মুজিবরের থেকে.......... বললাম
এডিসি: ‍মুজিবরকে খুঁজে পাচ্ছি না। কেমন জানি হলো
আব্দুল মজিদ শেখ: স্যার কবিতা তো এমন করে সবাই বলে?
এডিসি: বলেন তো কবিতা কখন গান হয়?
আব্দুল মজিদ শেখ: স্যার সুর দিলে।
এডিসি: তাহলে সুর দিন।
আব্দুল মজিদ শেখ: স্যার তাহলে, গান ই বলি।
এডিসি: বলেন..
আব্দুল মজিদ শেখ: ধনধান্য পুষ্পে ভরা  আমাদের এই ........৪/৫ বলার পর
এক্সার্নাল ম্যাম : থামিয়ে দিয়ে ...ধন্যবাদ আপনাকে ..। আপনি এখন আসতে পারেন।
আব্দুল মজিদ শেখ: কাগজপত্র নিয়ে চলে আসলাম। সঙ্গে ধন্যবাদ ও সালাম দিয়ে বেড়িয়ে আসলাম।

নাম : শায়েখ আহমেদ
সহকারী শিক্ষক

রহমতগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, লালবাগ, ঢাকা।


সালাম দিয়ে ভেতরে প্রবেশ করার পর পরীক্ষক বসার অনুমতি দিলেন।

পরীক্ষক: বসুন, আপনার নাম কী?

প্রার্থী: শায়েখ আহমেদ।

পরীক্ষক: আপনি কোন বিষয়ে পড়াশোনা করেছেন?

প্রার্থী: উদ্ভিদবিজ্ঞানে।

পরীক্ষক: আচ্ছা, বলুন তো উদ্ভিদবিজ্ঞানের জনক কে?

প্রার্থী: থিয়োফ্রাস্টাস।

পরীক্ষক: কাঁঠালের বৈজ্ঞানিক নাম লিখুন?

প্রার্থী: লিখলাম (Artocarpus heterophyllus)

পরীক্ষক: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর নাম কী?

প্রার্থী: মো. জাকির হোসেন।

পরীক্ষক: ডিপিএড–এর পূর্ণরূপ বলেন?

প্রার্থী: ডিপ্লোমা-ইন-প্রাইমারি এডুকেশন।

পরীক্ষক: করোনাকালে সংসদ বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও কমিউনিটি রেডিওতে প্রাথমিকের পাঠ সম্প্রচার কার্যক্রম পরিচালনার নাম কী?

প্রার্থী: ঘরে বসে শিখি।

পরীক্ষক: বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ কোন তারিখে ইউনেস্কোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল’ রেজিস্টারে অন্তর্ভুক্ত করা হয়েছে?

প্রার্থী: ৩০ অক্টোবর ২০১৭।

পরীক্ষক: পদ্মা সেতুর প্রকল্পের নাম কী?

প্রার্থী: পদ্মা বহুমুখী সেতু।

পরীক্ষক: পদ্মা সেতুর দৈর্ঘ্য ও প্রস্থ কত?

প্রার্থী: দৈর্ঘ্য ৬.১৫ কিলোমিটার, প্রস্থ ১৮.১০ মিটার।

পরীক্ষক: কাজী নজরুল ইসলামের কোন কবিতাটি শতবর্ষ পূর্ণ করেছে?

প্রার্থী: বিদ্রোহী কবিতা।

পরীক্ষক: আবৃত্তি করুন?

প্রার্থী: আবৃত্তি করলাম।

পরীক্ষক: বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস কবে পালিত হয়?

প্রার্থী: ১২ জুন।

পরীক্ষক: বাংলাদেশের প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় কত সালে?

প্রার্থী: ১৯৭৪ সালে।

পরীক্ষক: SDG কী? লক্ষ্য কতটি?

প্রার্থী: জাতিসংঘ গৃহীত বিশ্বব্যাপী একটি উন্নয়ন লক্ষ্যমাত্রা। SDG–এর পূর্ণরূপ হচ্ছে Sustainable Development Goal। লক্ষ্য ১৭টি।

পরীক্ষক: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণকারী প্রতিষ্ঠানের নাম কী?

প্রার্থী: রোসাটম, রাশিয়া।

পরীক্ষক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম কবে, কতটি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেন?

প্রার্থী: ১৯৭৩ সালে; ৩৬ হাজার ১৬৫টি প্রাথমিক বিদ্যালয়।

পরীক্ষক: জাতির জনকের প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শন করার কথা সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে উল্লেখ করা আছে?

প্রার্থী: ৪ (ক) অনুচ্ছেদে।

পরীক্ষক: স্ক্যাফোল্ডিং (Scaffolding) কী?

প্রার্থী: স্ক্যাফোল্ডিং হলো শিশুর কোনো সমস্যার সমাধান বা উত্তরণের জন্য প্রদত্ত ধারাবাহিক সহায়তা, যা শিশুর অবস্থান বুঝে ধাপে ধাপে বিশেষ প্রক্রিয়ায় প্রদান করা হয়। যেখানে শিশুর সঙ্গে বড়দের কাজ করার বা সহায়তার কথা বলা রয়েছে।

পরীক্ষক: দারিদ্র্যপীড়িত এলাকায় স্কুল ফিডিং প্রকল্পটি চালু হয় কত সালে?

প্রার্থী: ২০১০ সালে।

পরীক্ষক: কেন্দ্রীয় শহীদ মিনারের প্রাথমিক নকশা প্রণয়নের জন্য কোন নারী চিত্রশিল্পী জড়িত ছিলেন?

প্রার্থী: শিল্পী নভেরা আহমেদ।

পরীক্ষক: প্রাথমিক শিক্ষার প্রান্তিক যোগ্যতা কয়টি?

প্রার্থী: ২৯টি।

পরীক্ষক: ঠিক আছে, আপনি এবার আসতে পারেন।

প্রার্থী: ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম।




Myself -এর ব্যাপারে ৫ টা ব্যাপার গুরুত্বপূর্ণঃ 
১. নিজের নাম 
২. পড়াশুনা 
৩. বাড়ি 
৪. আপনি কেমন / আপনার অবস্থা 
৫. আপনি যে যোগ্য/ পরিশ্রমী তা Indirectly প্রকাশ করা।






















সফলদের অভিজ্ঞতায় মৌখিক পরীক্ষার প্রস্তুতিতে করণীয় | সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ ভাইবার  | ভাইবার প্রশ্ন | প্রাথমিক সহকারী শিক্ষক ভাইভা বা মৌখিক পরীক্ষার প্রস্তুুতি | ৯৯% ইন্টারভিউতে এই প্রশ্ন করা হয় | প্রাথমিক বিদ্যালয়ের ইন্টারভিউ | প্রাথমিক বিদ্যালয়ের ভাইবার প্রশ্ন  | প্রাইমারি ভাইভার মার্ক বন্টন | প্রাইমারি ভাইবা |, Primary Viva 

মন্তব্যসমূহ