পদের নাম : মহিলা মেশিন অপারেটর। পদের সংখ্যা : ৬০০। মাসিক মূল বেতন: ১২৫ জর্ডানি দিনার
(১৮ হাজার ১৭৪ টাকা)। বয়সসীমা : ১৮-৩০ বছর।
চাকরির শর্তাবলি
তিন
বছরের
জন্য
প্রাথমিকভাবে নিয়োগ দেওয়া হবে। দৈনিক ৮ ঘণ্টা কাজ করতে হবে। সপ্তাহে ছয় দিন কাজ করতে হবে। একদিন সাপ্তাহিক
ছুটি। এছাড়া ওভারটাইমের সুযোগ রয়েছে। ওভারটাইম করলে অতিরিক্ত বেতন রয়েছে। চাকরির চুক্তি তিন বছর। চুক্তি শেষ হওয়ার আগে দেশে ফিরতে চাইলে জর্ডানের শ্রম আইন প্রযোজ্য হবে। অন্যান্য শর্ত জর্ডানের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে। তবে কারো বিরুদ্ধে দেশে বা জর্ডানে কোনো ফৌজদারি মামলা থাকলে, তাদের নিয়োগ দেওয়া হবে না।
সার্ভিস চার্জ ও অন্যান্য খরচ
নির্বাচিত কর্মীদের বোয়েসেল এর সার্ভিস চার্জ, বহির্গমন ট্যাক্স, সার্ভিস চার্জের ১৫ শতাংশ ভ্যাট, রেজিস্ট্রেশন ফি, স্মার্টকার্ড ফি ও ওয়েজ আর্নাস কল্যাণ ফি বাবদ যাবতীয় খরচ নিয়োগ প্রদানকারী প্রতিষ্ঠান বহন করবে। শুধু মেডিকেল
ফি ১০০০ টাকা ও ফিঙ্গারপ্রিন্টের ফি ২০০ টাকা নির্বাচিত কর্মীদের দিতে হবে। মেডিকেল ফি, জীবন বিমা ও ফিঙ্গার প্রিন্টের ফি নির্বাচিত কর্মীদের বহন করতে হবে। তবে জর্ডান গমনের পর প্রার্থীদের মেডিকেল ফি ও ফিঙ্গার প্রিন্টের ফি বাবদ খরচের টাকা নিয়োগ প্রদানকারী কোম্পানি ফেরত দেবে।
সাক্ষাৎকারের সময় যেসব কাজপত্র আনতে হবে
৪
কপি
পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি, মূল পাসপোর্ট ও মূল পাসপোর্টের ছবিযুক্ত অংশের ১ সেট রঙ্গিন ও চার সেট সাদাকালো ফটোকপি, বর্তমান অফিসের পরিচয়পত্র/ হাজিরা কার্ড, ভোটার আইডি কার্ড, জন্ম নিবন্ধন, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ আনতে হবে। প্রার্থীদের
জীবনবৃত্তান্ত আনার প্রয়োজন নেই।
সাক্ষাৎকারের সময়
বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড
সার্ভিসেস লিমিটেডের উপমহাব্যবস্থাপক নূর আহমেদ বলেন, ক্ল্যাসিক ফ্যাশন কোম্পানিতে
কর্মী নিয়োগের জন্য আগামী ডিসেম্বর ২০২২ পর্যন্ত প্রতি শুক্রবার (সরকারি বিশেষ দিবস ব্যতিত) সকাল ৭.৩০ মিনিটে উপস্থিত হতে হবে। বাংলাদেশ জার্মান টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, মিরপুর-২ ঢাকা কেন্দ্রে সরাসরি সাক্ষাৎকার
নেওয়া হবে। এ সংক্রান্ত আরও তথ্যের জন্য ফোন করুন ০২৪৮৩১৯১২৫ ও ০২৪৮৩১৭৫১৫ এই নম্বরে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন