পুলিশ কনস্টেবল নিয়োগ ২০২২ || Police Constable Job Circular 2022


বাংলাদেশ পুলিশ বাহিনী সম্প্রতি ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, দেশের ৬৪ জেলা থেকে এবার ৫ হাজার ৫০০ জন কনস্টেবল নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ৪ হাজার ৬৭৫ জন পুরুষ এবং ৮২৫ জন নারী নিয়োগ পাবেন। আবেদনের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং অবিবাহিত হতে হবে। তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয়। আগ্রহীরা নির্ধারিত তথ্য পূরণ সাপেক্ষে অনলাইনে আবেদন করতে পারবেন।

 

পদের নাম : ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)।

পদের সংখ্য: ৫ হাজার ৫০০ জন। জেলাভিত্তিক শুন্য পদ অনুসারে সবচেয়ে বেশি প্রার্থী নেওয়া হবে ঢাকা জেলা থেকে ৪৬০ জন। এরপর চট্টগ্রাম জেলা থেকে ২৯১ জন। কোন জেলায় কত জন নেওয়া হবে, সে তথ্য জানতে ক্লিক করুন এখানে (https://www.police.gov.bd/en/recruitment_information)।

 

আবেদনের যোগ্যতা : প্রার্থীকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ন্যূনতম জিপিএ-২ দশমিক ৫ থাকতে হবে। ২০২২ সালের ২৮ ডিসেম্বর প্রার্থীর বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে। ২০২০ সালের ২৫ মার্চ তারিখে যাঁরা সর্বোচ্চ বয়সসীমায় পৌঁছেছেন, তাঁরাও আবেদন করতে পারবেন।

 

শারীরিক যোগ্যতা : সাধারণ ও অন্যান্য কোটার ক্ষেত্রে পুরুষ প্রার্থীর উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি হতে হবে। ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও বীর মুক্তিযোদ্ধা (বীর মুক্তিযোদ্ধার নাতি-নাতনি ছাড়া) কোটার ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি।

নারী প্রার্থীর উচ্চতা সাধারণ ও অন্যান্য কোটার ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে। ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও বীর মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে ৫ ফুট ২ ইঞ্চি।

পুরুষ প্রার্থীর বুকের মাপ সাধারণ ও অন্যান্য কোটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ৩১ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩৩ ইঞ্চি। বীর মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩১ ইঞ্চি।

আবেদনের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং অবিবাহিত হতে হবে। তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয়।

 

যেভাবে আবেদন : আগ্রহী প্রার্থীদের অনলাইনে এ ওয়েবসাইটের (http://police.teletalk.com.bd/trc/home.php) মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের আগে অবশ্য ভিডিও টিউটরিয়ার দেখে আবেদন প্রক্রিয়া সম্পর্কে ধারণা নেবে। এতে ভুলত্রুটি হওয়ার সম্ভাবনা কম থাকবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে জানা যাবে।

 

বেতন ও সুযোগ-সুবিধা :

সাফল্যের সঙ্গে প্রশিক্ষণ শেষে বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে ১৭তম গ্রেডে ৯,০০০-২১,৮০০ স্কেলে বেতন প্রদান করা হবে। তবে দুই বছর শিক্ষানবিশ হিসেবে থাকতে হবে। শিক্ষানবিশ ঘোষণার তারিখ থেকে দুই বছর সন্তোষজনক চাকরি পূর্ণ হলে কনস্টেবল পদে স্থায়ী করা হবে। এছাড়াও বাহিনীর নিয়ম অনুসারে উচ্চতর পদে পদোন্নতিসহ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যাওয়ার সুযোগ রয়েছে।

 

বাছাই পরীক্ষা

শারীরিক মাপ ও শারীরিক পরীক্ষা নেওয়া হবে প্রার্থীর নিজ জেলার পুলিশ লাইনস ময়দানে। নির্ধারিত তারিখে উপস্থিত হতে হবে প্রয়োজনীয় কাগজপত্রসহ। চাকরি প্রার্থীদের সঙ্গে রাখতে হবে কর্তৃপক্ষের অনুমতিপত্র। শারীরিক মাপ পরীক্ষায় বয়স, উচ্চতা, বুকের প্রস্থ ও ওজন ঠিক আছে কি না যাচাই করা হবে। এরপর অংশ নিতে হবে দৌড়, জাম্পিং, রোপ ক্লাইমিং, পুশ-আপ, ড্রাগিং-এ।

পরীক্ষায় উত্তীর্ণ হলে জেলার পুলিশ সুপার পরবর্তী পরীক্ষার জন্য প্রবেশপত্র ইস্যু করবেন। একই সঙ্গে তিনি লিখিত পরীক্ষার কেন্দ্র নির্ধারণ করে প্রার্থীদের জানিয়ে দেবেন। লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার সময় প্রবেশপত্র সঙ্গে আনতে হবে ।

শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হলে নির্দিষ্ট দিনে বসতে হবে লিখিত পরীক্ষায়। বাংলা, ইংরেজি, সাধারণ গণিত ও সাধারণ বিজ্ঞানের উপর ৪৫ নম্বরের লিখিত পরীক্ষা দিতে হবে।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের নির্ধারিত তারিখে মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। এতে থাকবে ১৫ নম্বর। ব্যক্তিগত পরিচিতিমূলক প্রশ্নের পাশাপাশি প্রার্থীর মানসিক দক্ষতা, মূল্যবোধ বিচারের জন্য বিভিন্ন ধরনের প্রশ্ন করা হয় এ পরীক্ষায়।

 

আবেদনের সময়সীমা : কনস্টেবল পদে ২ ডিসেম্বর থেকে আবেদন শুরু হয়েছে, চলবে ২৮ ডিসেম্বর ২০২২ পর্যন্ত।

 

 





বাংলাদেশ পুলিশ বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, Bangladesh Police Constable Job Circular 2022, পুলিশের কনস্টেবল পদে নিয়োগ, Police Job Circular 2022, bd job today, বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, new job circular 2022, Bangladesh Police Constable Job Circular 2022, Police Constable Job Circular 2022, কনস্টেবল পদে নিয়োগ, চাকরির খবর, চাকরির খবর পত্রিকা, পুলিশ কনস্টেবল জব সারকুলার ২০২২, পুলিশ নিয়োগ, পুলিশ পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, পুলিশের কনস্টেবল পদে নিয়োগ, সরকারী চাকরির খবর, কনস্টেবল নিয়োগ ২০২২, পুলিশ কনস্টেবল আবেদন ফরম ২০২২

মন্তব্যসমূহ