টিএমএসএস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ || TMSS Job Circular 2022


ব্রাঞ্চ ম্যানেজার (BM), ঋণ কর্মসূচি, এইচইএম গ্র্যান্ড সেক্টর, টিএমএসএস।

জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস। অত্র সংস্থার এইচইএম গ্র্যান্ড সেক্টরের ঋণ কর্মসূচিতে উল্লিখিত পদে জনবল নিয়োগের উদ্দেশ্যে উপযুক্ত প্রার্থীদের নিকট থেকে শর্তপূরণ সাপেক্ষে দরখাস্ত আহব্বান করা যাচ্ছে। তাদের মাইক্রোফাইন্যান্স কর্মসূচিতে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা ডাকযোগে আবেদন করতে পারবেন।

 

পদের নাম: ব্রাঞ্চ ম্যানেজার।

পদের সংখ্যা: ২০০টি।

আবেদন যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর/ সমমান/ এমবিএ পাস করতে হবে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। সুপ্রতিষ্ঠিত কোন ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানে শাখা ব্যবস্থাপক হিসেবে ন্যূনতম ৩ বছরের কর্মঅভিজ্ঞতা থাকলে তাদের শিক্ষাগত যোগ্যতা স্নাতক হলেও আবেদন করতে পারবেন।

ছাড়াও সরকার অনুমোদিত ডিপ্লোমা ইন মাইক্রোফিন্যান্স কোর্স সম্পন্ন হলে বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে।

 

প্রার্থীদের বয়সসীমা ১৮-৩৫ বছরের মধ্যে হতে হবে। মোটরসাইকেল চালনায় সক্ষমতা বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। চূড়ান্ত নিয়োগের পর বাংলাদেশের যেকোনো স্থানে কাজের আগ্রহ থাকতে হবে।

 

বেতন সুযোগ সুবিধা: চাকরি স্থায়ীকরণের পর সর্বসাকুল্যে ৩৬,৬৩০/- টাকা (ক্রেডিট এ্যালাউন্সসহ)। শিক্ষানবিশকালে ২৫,৫৩০/- টাকা প্রাপ্ত হবেন এবং শিক্ষানবিশ কাল ০৬ মাস।

 

নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের শিক্ষানবিশকাল শেষে কর্মমূল্যায়নের ভিত্তিতে স্থায়ীকরণ করা হবে এবং স্থায়ীকরণ সময় থেকে সংস্থার বিধি অনুসারে ০৩টি উৎসব ভাতা, সিটি কর্পোরেশনের ক্ষেত্রে সিটি ভাতা, চাকুরীতে যোগদানের সাথে সাথে মোটরসাইকেল সফট লোন সুবিধা ও জ্বালানী বিল, জীবন বীমাসহ অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে এছাড়াও ক্রেডিট এ্যালাউন্স, লোড এ্যালাউন্স, ব্যাংকার এ্যালাউন্স, হাই পারফরমেন্স বোনাসসহ স্টাফ প্রিভিলেজ প্রতিপালন করা হবে।

 

কর্মস্থল: টিএমএসএস-এর মাইক্রোফাইন্যান্স কর্মসূচীর সমগ্র বাংলাদেশ।

 

আবেদনের শেষ তারিখ

জানুয়ারি, ২০২৩

 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীগণকে সদ্য তোলা ০৩ (তিন) কপি রঙিন পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার সনদপত্র, জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত অনুলিপি, মোবাইল নম্বর ও ই-মেইল এ্যাড্রেস সম্বলিত পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্তসহ আবেদন পরিচালক (এইচআর-এম এ্যান্ড এ্যাডমিন) বরাবর করতে হবে এবং খামের উপর পদের নাম স্পষ্ট অক্ষরে উল্লেখপূর্বক আবেদন ০৫/০১/২০২৩ইং তারিখের মধ্যে বর্ণিত ঠিকানাসমূহে আবেদন সরাসরি, ডাক/কুরিয়ার মাধ্যমে পৌঁছাতে হবে। আবেদন করার ঠিকানা জানতে এখানে ক্লিক করুন (https://jobs.bdjobs.com/jobdetails.asp?id=1106394&fcatId=12&ln=2)।

 

নির্বাচনী পরীক্ষার ফি বাবদ ২০০/- টাকা মানি রশিদ/পে-অর্ডার(অফেরৎযোগ্য) আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। নির্বাচনী পরীক্ষার ফি প্রদানের প্রক্রিয়া নিম্নরূপ :

সংস্থার যে কোন শাখা, অঞ্চল, জোন, ডোমেইন অফিস, ফাউন্ডেশন অফিস প্রধান কার্যালয় হতে ১০/- টাকা সার্ভিস চার্জ দিয়ে মানি রশিদ সংগ্রহ করতে হবে।

অথবা

যে কোন তফসীলভুক্ত ব্যাংক হতে শুধুমাত্র "টিএমএসএস" শিরোনামে পে-অর্ডার করতে হবে, অন্যথায় আবেদন বাতিল বলে গণ্য হবে।




টিএমএসএস এনজিও নিয়োগ ২০২২ | TMSS NGO Job Circular 2022, টিএমএসএস নতুন নিয়োগ, টিএমএসএস চাকরির বিজ্ঞপ্তি ২০২২, TMSS Job Circular 2022, টিএমএসএস এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, টিএমএসএস নিয়োগ ২০২২, Tmss নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, NGO Job Circular 2022, টিএমএসএস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২,TMSS New Job Circular,

মন্তব্যসমূহ