উপবৃত্তির আবেদন (৬ষ্ঠ-স্নাত‌কোত্তর) Govt. Scholarship in Bangladesh

উপবৃত্তির আবেদন ফরম (ফরম ১ ও ২) ইতোমধ্যে প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি ও একাদশ থেকে স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন করতে হবে। 

আবেদনের শেষ সময় 
২৫ ফেব্রুয়ারি ২০২০

২০১৯-২০২০ অর্থবছরে সংখ্যালঘু সম্প্রদায়, তফসিলী (হিন্দু), বৌদ্ধ, খ্রিষ্টান, সশস্ত্র বাহিনী, দৃষ্টি প্রতিবন্ধি, প্রতিবন্ধি (দৃষ্টি ও অটিস্টিক ব্যতীত), অটিস্টিক, উপজাতীয় (ক্ষুদ্র ণৃ-গোষ্ঠি), উপবৃত্তির টাকার পেতে আবেদনের জন্য আবেদন ফরম প্রকাশ করা হয়েছে। আবেদন ফরম পূরণ করে আগামী ২৫ ফেব্রুয়ারি ২০২০ তারিখের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়ে পাঠাতে হবে। 

এই সংক্রান্ত চিঠি দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। উপবৃত্তির আবেদন ফরম সংগ্রহ করে শিক্ষার্থীদেরকে দিতে হবে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের। তথ্য ফরম পূরণ করার পর আগামী ২৫ ফেব্রুয়ারির মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়ে প্রতিষ্ঠান প্রধানদের আবেদন ফরম (পূরণকৃত) পাঠাতে হবে। 


ফরম-১ পূরণ করে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের ও ফরম-২ পূরণ করে একাদশ থেকে স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন করতে হবে।


upo-britti-form-scholarship-school.pdf




মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন