৪১তম বি‌সিএস নি‌য়োগ বিজ্ঞ‌প্তি 41th BCS Circular

Bangladesh Public Service Commission (BPSC) www.bpsc.gov.bd এর আওতায় ৪১তম বিসিএস এর বিজ্ঞপ্তি প্রকাশিত য়েছে

সরকারি চাকরিতে লোক নিয়োগে ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন-পিএসসি। বুধবার কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নেছারউদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই বিসিএসের মাধ্যমে মোট দুই হাজার ১৬৬টি পদে নিয়োগ দেওয়া হবে।


আবেদন শুরুঃ  ডিসেম্বর ২০১৯ ইং
আবেদনের শেষ তারিখঃ জানুয়ারি ২০২০ ইং


 পদ সংখ্যাঃ  ২১৬৬
) সাধারণ ক্যাডারঃ ৬৪২ টা।
) প্রফেশনাল ক্যাডার/টেকনিক্যাল ক্যাডারঃ ৬১৯ টা।
) বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারঃ ৮৯২ টা।
) সহকারী শিক্ষক প্রশিক্ষণঃ ১৩টা

৪১তম বিসিএসে সবচেয়ে বেশি নেওয়া হবে শিক্ষা ক্যাডারে। এই ক্যাডারে ৯০৫ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে বিসিএস শিক্ষায় ৮৯২ জন প্রভাষক, কারিগরি শিক্ষা বিভাগে ১০ জন প্রভাষক নেওয়া হবে। শিক্ষার পর বেশি নিয়োগ হবে প্রশাসন ক্যাডারে। প্রশাসনে ৩২৩ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবে
পুলিশে ১০০ জন, বিসিএস স্বাস্থ্যতে সহকারী সার্জন পদে ১১০ জন সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০ জনকে নেওয়া হবে
পররাষ্ট্রে ২৫ জন, আনসারে ২৩ জন, অর্থ মন্ত্রণালয়ে সহকারী মহা হিসাবরক্ষক (নিরীক্ষা হিসাব) ২৫ জন, সহকারী কর কমিশনার (কর) ৬০ জন, সহকারী কমিশনার (শুল্ক আবগারি) ২৩ জন সহকারী নিবন্ধক জন নেওয়া হবে
পরিসংখ্যান তথ্য ব্যবস্থাপনা বিভাগে পরিসংখ্যান কর্মকর্তা ১২ জন, রেলপথ মন্ত্রণালয়ে সহকারী যন্ত্র প্রকৌশলী জন, সহকারী ট্রাফিক সুপারিনটেনডেন্ট জন, সহকারী সরঞ্জাম নিয়ন্ত্রক জন, সহকারী প্রকৌশলী (সিভিল) ২০ জন, সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) জন নেওয়া হবে
তথ্য মন্ত্রণালয়ে সহকারী পরিচালক বা তথ্য কর্মকর্তা বা গবেষণা কর্মকর্তা পদে ২২ জন, সহকারী পরিচালক (অনুষ্ঠান) পদে ১১ জন, সহকারী বার্তা নিয়ন্ত্রক পদে জন, সহকারী বেতার প্রকৌশলী পদে জন, স্থানীয় সরকার বিভাগে বিসিএস জনস্বাস্থ্য প্রকৌশলে সহকারী প্রকৌশলী পদে ৩৬ জন, সহকারী বন সংরক্ষক পদে ২০ জন
সহকারী পোস্ট মাস্টার জেনারেল পদে জন, বিসিএস মৎস্যে ১৫ জন, পশুসম্পদে ৭৬ জন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ১৮৩ জন বৈজ্ঞানিক কর্মকর্তা জন, বিসিএস বাণিজ্যে সহকারী নিয়ন্ত্রক জন
পরিবার পরিকল্পনা কর্মকর্তা জন, বিসিএস খাদ্যে সহকারী খাদ্যনিয়ন্ত্রক জন সহকারী রক্ষণ প্রকৌশলী জন, বিসিএস গণপূর্তে সহকারী প্রকৌশলী (সিভিল) ৩৬ জন সহকারী প্রকৌশলী (/এম) ১৫ জনসহ মোট হাজার ১৩৫ জন কর্মকর্তাকে এই বিসিএসে নিয়োগ করা হবে

প্রিলিমিনারি টেস্ট অনুষ্ঠানের সম্ভাব্য সময় : 
৪১তম বিসিএস-এর প্রিলিমিনারি টেস্ট ২০২০ সালের মার্চ মাসে অনুষ্ঠিত হতে পারে। সঠিক তারিখ, সময় আসনব্যবস্থা যথাসময়ে কমিশনের ওয়েবসাইট এবং সংবাদ মাধ্যমে প্রকাশ করা হবে
নিচে ডাউনলোড ফুল সার্কুলার

www.bpsc.teletalk.com.bd 




41th bcs job circular, 2019, ৪১ তম বি‌সিএস, BCS চাকরি ক্যারিয়ার, BCS Career, 41 bcs written result, 41th bcs circular, bpsc job circular 2019 pdf, 

মন্তব্যসমূহ