নার্সিং ও মিডওয়াইফারি পদে ২৪১ জনের নিয়োগ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের 'Directorate General Of Nursing & Midwifery (DGNM)' প্রতিষ্ঠান নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর রাজস্বখাতভুক্ত শূন্য পদে লোক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর, ঢাকার নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানসমূহের শূন্য পদসমূহে জনবল নিয়োগ দেবে। মোট ২৩টি পদে ২৪১ জনকে নিয়োগ দেবে সরকারের এই প্রতিষ্ঠানটি। 


www.dgnm.gov.bd circular আপনি যদি আগ্রহী হন তবে ১৫ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে পারবেন।

২৪১ জনের বিশাল নিয়োগ দেবে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর ২৩ পদে মোট ২৪১ জনকে নিয়োগ দেবে। উক্ত পদে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।


পদের নাম
পিএ টু অধ্যক্ষ, অফিস তত্ত্বাবধায়ক, সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর, সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর, লাইব্রেরিয়ান, ল্যাবরেটরি সহকারী, গাড়িচালক (ভারী), ডাটা এন্ট্রি অপারেটর, ল্যাব অ্যাসিস্ট্যান্ট, স্টোরকিপার, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, সহকারী লাইব্রেরিয়ান, ক্যাশিয়ার, হাউসকিপার (মহিলা), হোম সিস্টার (মহিলা), আর্টিস্ট, রেকডকিপার, অফিস সহায়ক, টেবিলবয়, নিরাপত্তা প্রহরী।


পদসংখ্যা
২৩টি পদে সর্বমোট ২৪১ জনকে নিয়োগ দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক অথবা স্নাতকোত্তর পাসসহ উচ্চ মাধ্যমিক/ মাধ্যমিক/ অষ্টম শ্রেণি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। ন্যূনতম ১৮ থেকে অনূর্ধ্ব ৩০ বছর পর্যন্ত আবেদন করা যাবে।


বেতন স্কেল
জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বেতন-ভাতা প্রদান করা হবে।

আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের www.dgnm.anzacl.com ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।





আবেদনের সময়সীমা
অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখঃ ২২/১১/২০১৯ ইং সকাল ১০:০০ টা। 
আবেদনের শেষ তারিখঃ ১৫/১২/২০১৯ ইং রাত ১২:০০ টা।

অফিসিয়াল ওয়েবসাইটঃ  www.dgnm.gov.bd 




নার্সিং নিয়োগ, www.dgnm.gov.bd ওয়েবসাইট, মিডওয়াইফারি জব, নার্স জব, nurse job circular, nursing job circular, Midwifery job in bd 

মন্তব্যসমূহ