১৮৮ পদে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (জেনারেল) পদে নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত দেখে নিনঃ
প্রতিষ্ঠানঃ বাংলাদেশ ব্যাংক
পদের নামঃ সহকারী পরিচালক (জেনারেল)
পদ সংখ্যাঃ ১৮৮টি
আবেদনের শেষ সময়ঃ ৩১ ডিসেম্বর ২০১৯
আবেদনের লিংকঃ https://erecruitment.bb.org.bd/onlineapp/joblist.php
বিস্তারিত বিজ্ঞপ্তিঃ
বাংলাদেশ ব্যাংকে “সহকারী পরিচালক (জেনারেল) পদে নিয়োগের লক্ষ্যে নিম্নবর্ণিত শর্তে বাংলাদেশী স্থায়ী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছেঃ
০১। বেতন :
জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর টাকা ২২০০০- ২৩১০০- ২৪২৬০ -২৫৪৮০- ২৬৭৬০- ২৮১০০- ২৯৫১০- ৩০৯৯০- ৩২৫৪০- ক্ষেল ৩৪১৭০- ৩৫৮৮০- ৩৭৬৮০- ৩৯৫৭০- ৪১৫৫০- ৪৩৬৩০- ৪৫৮২০- ৪৮১২০- ৫০৫৩০- ৫৩০৬০ স্কেল এবং তৎসহ নিয়মানুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধা।
০২। শিক্ষাগত যোগ্যতা :
ক) স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ০৪ বছর মেয়াদী স্নাতক (সম্মান) অথবা স্নাতকোত্তর ডিগ্রী।
খ) মাধ্যমিক স্কুল সার্টিকিকেট/সমমান এবং তুর পর্যায়ের পরীক্ষাসমূহে ন্যুনতম ০২ (দুই) টিতে প্রথম বিভাগা/ শ্রেণি থাকতে হবে। কোনো পর্যায়েই ৩য় বিভাগ/ শ্রেণি গ্রহণযোগ্য হবে না।
গ) গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণীলয়ের ০২/০৬/২০০৯ ও ০২/০৩/২০১০ তারিখের প্রজ্ঞাপন নং যথাক্রমে শিম/শা৪১১/৫-১(অংশ)/৫৮২ ও শিন/শা৪১১/১৯-১/২০০৭/১৭৪ অনুযারী বর্তমানে প্রচলিত জিপিএ বা ক্ষেত্রমত, সিজিপিএ এর বিপরীতে পূর্বের ১ম, ২য় ও ৩য় বিভাগাশ্রেণি নিম্নরূপে নির্ধারিত হবেঃ
০৩। পদ সংখ্যাঃ ১৮৮ (একশত আটাশি) টি কেম/ বেশি হতে পারে)।
০৪। বয়স (০১/ ১২০১৯ তারিখে) :
ক) মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রীর্থী ব্যতীত সকল প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩০ বছর।
খ) মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর।
০৫। আগ্রহী প্রীর্থীদেরকে আগামী ৩১/১২/২০১৯ তারিখের মধ্যে শুধুনাত্র বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট (erecruitment.bb.org.bd)- এ Online Application Form পূরণের মাধ্যমে দরখান্ত করতে হবে।
০৬। O’ Level এবং A’ Level এর ক্ষেত্রে এদেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড হতে ইস্যুকৃত সমনান সার্টিফিকেট (Equivalence Certificate), বিদেশী বিশ্ববিদ্যালয় হতে প্রাপ্ত ডিশ্রীর ক্ষেত্রে দেশী সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়/ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন/ উপযুস্ত কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত সমমান
সাটিফিকেট (Equivalence Certificate), অনুযায়ী ডিগ্রী ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে।
০৭। Online Application Form এ পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃক প্রকাশিত পরীক্ষীর ফলাফলের তারিখ অবশ্যই উল্লেখ করতে হবে।
০৮। দরখাস্ত করার সময় ফরন পুরণ করার নিয়ম ও অন্যান্য শর্তাবলী ওয়েবসাইটেই পাওয়া যাবে।
০৯। Online এ আবেদন করার পর CV Identification Number, Tracking Number ও Password যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। পরীক্ষার প্রবেশপত্র Download করা এবং পরবর্তী বিভিন্ন কাজে বর্ণিত তথ্যসমূহ প্রয়োজন হবে।
১০। প্রার্থীদেরকে প্রাথমিকভাবে কোনো কাগজপত্র প্রেরণ করতে হবে না। লিখিত পরীক্ষা গ্রহণের পর উত্তীর্ণ প্রার্থীদের নিকট থেকে আবেদনে উদ্লিখিত তথ্যাদির সমর্থনে প্রয়োজনীয় দলিলাদি আহবান করা হবে। দাখিলকৃত দলিলাদির সঠিকতা যাচাই সাপেক্ষে তাদেরকে মৌখিক পরীক্ষায় অংশহগ্রহণের সুযৌগ দেয়া হবে।
১১। চাকুরীরত প্রার্থাগণ তাদের নিয়োগকারী কর্তৃপক্ষের পূর্বানুমৌদনক্রমে আবেদন করতে পারবেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে ১০নং ক্রমিকে উল্লিখিত শর্ত মোতাবেক দলিলাদি স্ব-স্ব নিয়োগকারী কর্তৃপক্ষের মাধ্যমে প্রেরণ করতে হবে। অন্যথায় প্রার্থীর আবেদন বাতিল বলে গণ্য হবে।
১২। অসম্পূর্ণভুল তথ্য সম্বলিত দরখাস্ত কোনো প্রকার যৌগাযোগ ব্যতিরেকেই বাতিল করা হবে।
১৩। প্রার্থীদের MCQ, লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
১৪। বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বানীর স্থায়ী ঠিকানাকে প্রার্থীর স্থায়ী ঠিকানা হিসেবে উল্লেখ করতে হবে।
১৫। নিয়োগের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সরকারী নীতিমালা অনুসরণ করা হবে।
১৬। কোন ক্ষেত্রে কাগজপত্রীদির ঘাটতি থাকলে বা পরবর্তীতে কোন প্রার্থীর যোগ্যতার ঘাটতি পাওয়া গেলে বা দুর্নীতি, অসত্য তথ্য প্রদান, কোন জাল সনদ দাখিল, অসদুপায় অবলম্বন, প্রতারণার আশ্রয় নিলে বা আবেদনপত্র গুরুতর (Substantive)) তুটি বা ঘাটতি দেখা গেলে বা প্রদস্ত তথ্য মিথ্যা প্রমাণিত হলে নিয়োগ প্রক্রিয়ার যে কোন পর্যায়ে উক্ত প্রার্থীর প্রার্থীতা বাতিল করা হবে।
১৭। বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ প্রার্থীদের কাউকে নিয়োগ প্রদান করা বা না করার ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের অধিকার সংরক্ষণ করে।
Apply:
https://erecruitment.bb.org.bd/onlineapp/joblist.php
#bb job circular in Bangladesh Bank,
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন