২০৯৪ পদে সরকারি কর্ম কমিশন সচিবালয়ে নিয়োগ BPSC New Job Circular

পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় (BPSC) অধীনে কম্বাইন্ড  ২০৯৪ পদে বিভিন্ন মন্ত্রণালয় সমূহে স্থায়ী/ অস্থায়ীভাবে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় (BPSC) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

আবেদনের শেষ সময়ঃ 
০৯ জানুয়ারি, ২০২০ ইং, সন্ধ্যা ৬.০০টা 

পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার), বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়, ঢাকা নিম্নলিখিত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের থেকে অনলাইনে আবেদনপত্র আহবান করছেনঃ

পদের নাম, গ্রেড ও পদ সংখ্যা
চিত্রগ্রাহক (গ্রেড-২) [৯ম গ্রেড] এর ০৬ [ছয়] টি, ইন্সট্রাক্টর [মেরিন ইঞ্জিনিয়ারিং] [৯ম গ্রেড] ০১[এক] টি, প্রধান শিক্ষক (মুক ও বধির বিদ্যালয়/ অন্ধ বিদ্যালয়/ জাতীয় বিশেষ শিক্ষা কেন্দ্র) [৯ম গ্রেড] এর ০৫ [পাঁচ] টি, প্রভাষক (ফ্যাশন এন্ড ডিজাইন) [৯ম গ্রেড]এর ০২ [দুই] টি, প্রভাষক (কারিগরি) [৯ম গ্রেড] এর ০৯ [নয়] টি, ফোরম্যান [৯ম গ্রেড] এর ০৭ [সাত] টি, সহকারী প্রোগ্রামার [৯ম গ্রেড] এর ০২ [দুই] টি,  শিল্প নির্দেশক/ গ্রাফিক শিল্প নির্দেশক/দৃশ্য পটকার (গ্রেড-২) [৯ম গ্রেড] এর ০৫ [পাঁচ] টি, প্রভাষক ০৪ (চার)টি, [সিভিল ইঞ্জিনিয়ারিং-০২টি, ইলেকট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং- ০২টি, প্রভাষক (ননটেক) ০৪(চার) টি, ওয়ার্কশপ মেইন্টেনেন্স ইঞ্জিনিয়ার [৯ম গ্রেড] ০১(এক) টি, ফিজিক্যাল ইন্সট্রাক্টর [১০ম গ্রেড] এর ০৬ [ছয়] টি, উপসহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল) [১০ম গ্রেড] এর ০১ [এক] টি, ফটো টেকনিশিয়ান [১০ম গ্রেড] এর ০২ [দুই] টি, উপসহকারী মেরামত প্রকৌশলী (ইলেকট্রনিক্স) [১০ম গ্রেড] এর ০১ [এক] টি, উপসহকারী মেরামত প্রকৌশলী (রিফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশন) [১০ম গ্রেড] এর ০১ [এক] টি, উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) [১০ম গ্রেড] এর ০১ [এক] টি, উপসহকারী প্রকৌশলী [১০ম গ্রেড] এর ০৩ [তিন]টি, উপসহকারী প্রকৌশলী (ওয়ার্কস) [১০ম গ্রেড]এর ১৬ [ষোল] টি, উপসহকারী প্রকৌশলী (মেকানিক্যাল) [১০ম গ্রেড] এর ১০১ [একশত এক] টি, উপসহকারী প্রকৌশলী (ট্রেন এক্সামিনার) [১০ম গ্রেড] এর ২০ [বিশ] টি, উপসহকারী প্রকৌশলী (ইলেকট্রিক) [১০ম গ্রেড] এর ৩২ [বত্রিশ] টি, ইঞ্জিনিয়ারিং মেকানিক [উপসহকারী প্রকৌশলী] [১০ম গ্রেড] এর ০১[এক] টি, প্রশাসনিক কর্মকর্তা [১০ম গ্রেড] এর ০২ [দুই]টি, মিডওয়াইফ [১০ম গ্রেড] এর ১৮৪৭ [এক হাজার আটশত সাতচল্লিশ] টি, টেকনিক্যাল এ্যাসিস্ট্যান্ট [১০ম গ্রেড] এর ০১ [এক] টি, প্রশিক্ষক (স্টেনো- টাইপিং প্রশিক্ষণ কেন্দ্র) [১০ম গ্রেড] এর ১০ [দশ] টি, প্রশাসনিক কর্মকর্তা [১১তম গ্রেড] এর ০১ [এক] টি, ব্যক্তিগত কর্মকর্তা [১১তম গ্রেড] এর ০১ [এক] টি, সিনিয়র ইন্সট্রাক্টর (ট্রেড) [হস্তশিল্প ও সমজাতীয় প্রশিক্ষণ শাখা] [১১তম গ্রেড] এর ০১টি


আবেদন ফি
৫০০/-(পাঁচশত) টাকা
আবেদনের নিয়ম
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় (BPSC) এর অনলাইন ফরম পূরণের ওয়েবসাইটে www.bpsc.teletalk.com.bd গিয়ে আবেদন সম্পন্ন করতে হবে।

অনলাইনে আবেদনপত্র পূরণের শেষ তারিখ ও সময়ঃ ০৯.০১.২০২০ খ্রিঃ, সন্ধ্যা ৬.০০টা 


Download Full  Circular, Apply link, website: http://bpsc.teletalk.com.bd/

মন্তব্যসমূহ