সিটি ব্যাংকের নি‌য়োগ বিজ্ঞ‌প্তি City Bank Job Circular

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দ্য সিটি ব্যাংক লিমিটেড। দুইটি পদে ঢাকায় নিয়োগ দেবে the city bank সিটি ব্যাংক। ব্যাংকটিতে ‘অ্যাসোসিয়েট ম্যানেজার’ এবং ‘এসিসটেন্ট অ্যাসোসিয়েট ম্যানেজার’  পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য নারী ও পুরুষ প্রার্থীরা অনলাইনের মাধ্যমে সহজেই আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়
১৮ ডিসেম্বর, ২০১৯


পদের নাম
অ্যাসোসিয়েট ম্যানেজার (Associate Manager, GL & Reconciliation) এবং ‘এসিসটেন্ট অ্যাসোসিয়েট ম্যানেজার’ (Assistant/ Associate Manager, Cost & Budgetary Control)

যোগ্যতা
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। বাণিজ্য বিভাগের প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। প্রার্থীর দুই বছরের কাজের অভিজ্ঞতা ও মাইক্রোসফট অফিসে কাজের দক্ষতা থাকতে হবে।

কর্মস্থল
ঢাকা

বেতন
বেতন আলোচনা সাপেক্ষে।

আবেদনের প্রক্রিয়া
প্রার্থীদের বিডিজবস অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে লিংক দেয়া আছে।

আবেদনের শেষ তারিখ
আবেদন করার শেষ তারিখ ১৮ ডিসেম্বর, ২০১৯।

অ্যাসোসিয়েট ম্যানেজার (Associate Manager, GL & Reconciliation)


‘এসিসটেন্ট অ্যাসোসিয়েট ম্যানেজার’ (Assistant/ Associate Manager, Cost & Budgetary Control)



অফিসিয়াল ওয়েবসাইট/ ঠিকানা




সিটি ব্যাংক জব সার্কুলার, সিটি ব্যাংকে চাকরি, the city bank job circular 2019, #city bank job

মন্তব্যসমূহ