কলম্বিয়া হাসপাতালে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি Colombia Hospital Job Circular

কলম্বিয়া হসপিটাল লিঃ ২০ ধরনের পদে চাকরি (Colombia Hospital Limited Job Circular )
কলম্বিয়া হাসপাতাল মেডিসিন, গাইনী, শিশু, সার্জারী, অর্থপেডিক্স, মাইক্রোবায়োলজী, এনেসথেসিয়া, নিউরোলজী, বক্ষব্যাধি, নেফ্রোলজি, ইউরোলজি, ডায়াবেটোলজি, কার্ডিওলজি ও সি সি ইউ, আই সি ইউ, এন আই সি ইউ ইত্যাদি চিকিৎসা সুযোগ-সুবিধা সহ ৪৩০০০ বর্গফুট ফ্লোর এরিয়ার ১০০(একশত) বেডের একটা পূর্নাঙ্গ হাসপাতাল-যার নিজস্ব বিভিন্ন বিভাগের পূর্ণ কালীন কনসালটেন্ট এবং অন্যান্য ষ্টাফগন থাকবেন। এই হাসপাতালের পরিচালনা পরিষদ ভবিষ্যতে একটা মেডিকেল কলেজ স্থাপনে ব্রতী।
উল্লেখিত পদে নিয়োগ দেয়ার লক্ষ্যে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

আবেদনের শেষ সময়
জানুয়ারি ১৩, ২০২০

পদের নাম
১. মেডিকেল ডাইরেক্টর, ২. সিনিয়র কনসালটেন্ট, ৩. কনসালটেন্ট, ৪. মেডিকেল অফিসার
৫. সিনিয়র স্টাফ নার্স, ৬. উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, ৭. মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) , ৮. মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওলজি এন্ড ইমেজিং), ৯. ফার্মাসিস্ট, ১০. প্রধান সহকারী (অফিস),  ১১. প্রধান সহকারী (হিসাব), ১২. স্টোর কিপার, ১৩. অভ্যর্থনাকারী কাম কাউন্টার সহকারী, ১৪. ল্যাব সহকারী (প্যাথলজি), ১৫. সেলস-ম্যান (ফার্মেসী), ১৬. নার্সিং এটেন্ডন্স (মহিলা)।
১৭. অফিস সহায়ক (পিয়ন), ১৮. ওয়ার্ডবয়, ১৯. সিকিউরিটি গার্ড, ২০. আয়া/ ক্লিনার।

খালি পদ
২০ ধরনের পদে প্রায় শতাধিক জনবল নেয়া হবে।

চাকরির দায়িত্বসমূহ
প্রযোজ্য নয়।

চাকরির ধরন
ফুল টাইম

শিক্ষাগত যোগ্যতা
পি.এস.সি, অস্টম শ্রেণি, এস.এস.সি, এইচ.এস.সি, অনার্স -মাস্টার্স, ডিগ্রি, এমবিবিএস, নার্সিং ইত্যাদি।

চাকরির প্রয়োজনীয় বিষয়সমূহ
বয়স সর্বোচ্চ ৩৫ বছর, অভিজ্ঞ প্রার্থীদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

কর্মস্থল
ফেনী

বেতন
আলোচনা সাপেক্ষ

আবেদন করার নিয়ম
ডাক/ কুরিয়ার- এর মাধ্যমে নিম্নোক্ত ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে।
১। ১৪/০১/২০২০ ইং তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে 
     চেয়ারম্যান, 
     কলম্বিয়া হসপিটাল লিঃ, 
     নকশী রোকেয়া টাওয়ার (৫ম ও ৬ষ্ঠ তলা), ৩০৬ শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক, ফেনী।
এর বরাবরে আবেদন পত্র পাঠাতে হবে।

২। সদ্য তোলা ৩ কপি পাসপোর্ট সাইজ ছবি, সকল সনদ পত্রের অনুলিপি, নাগরিকত্ব সনদ, অভিজ্ঞতার সনদ (যদি থাকে) এবং বায়োডাটা আবেদন পত্রের সাথে সংযুক্ত করতে হবে। সাক্ষাৎকারের সময় সকল সনদ পত্রের মূল কপি দেখাতে হবে।

৩। প্রার্থীগণকে আবেদন পত্রের সাথে ১০০/= (একশত) টাকা মূল্য মানের পোষ্টাল অর্ডার/ পে-অর্ডার সংযুক্ত করতে হবে।
৪। কোন কারণ দর্শানো ব্যতিরেকে কর্তৃপক্ষ যে কোন পদের নিয়োগ প্রক্রিয়া স্থগিত বা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।
৫। আবেদনের শেষ তারিখ: জানুয়ারী ১৩, ২০২০

আব্দুস সাত্তার
চেয়ারম্যান

যোগাযোগের মোবাইল- ০১৮১৪ ০৭৬২০১/০১৬৭০ ৩২০০৫৯

মন্তব্যসমূহ