ল্যাবএইড হসপিটাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সাইটোজেনেটিক/ পিসিআর/ অনকোপ্যাথলজি/ ইমুনোহিস্টোক্যামিস্ট্রি / হিসটোপ্যাথলজি- এর জন্য আবশ্যক।
আবেদনের শেষ সময়
২৮ ডিসেম্বর, ২০১৯
পদের নাম
কনসালটেন্ট
খালি পদ
নির্দিষ্ট নয়
চাকরির দায়িত্বসমূহ
প্রযোজ্য নয়
চাকরির ধরন
ফুল টাইম
শিক্ষাগত যোগ্যতা
ডক্টর / সাইন্টিস্ট স্নাতকোত্তর যে কোন স্বনামধন্য বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে সম্পন্ন
অভিজ্ঞতা
বয়স সর্বোচ্চ ৫৫ বছর
সংশ্লিষ্ট কাজের স্বনামধন্য ডায়াগনস্টিক / হেলথকেয়ার প্রতিষ্ঠান এ ৩ থেকে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে
ইংরেজী ও বাংলাতে উত্তম লিখিত ও মৌখিক উত্তম দক্ষতা ও ভাষাগত দক্ষতা থাকত হবে
উত্তম নেতৃত্বদান দক্ষতা থাকতে হবে
কম্পিউটার শিক্ষাঃ এমএস অফিস (এক্সেল / ওয়ার্ড/ পাওয়ার পয়েন্ট)
কর্মস্থল
ঢাকা
বেতন
কোম্পানি নীতি অনুসারে বেতন ও অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন।
আবেদনের নিয়ম
অধুমপায়ী ব্যাক্তিরা আবেদন করুন।
বাছাইকৃত প্রার্থীদের সাথে যোগাযোগ করা হবে।
ই-মেইলে সিভি পাঠাতে হবে- career@labaidgroup.com
অথবা
ডাক/ কুরিয়ারযোগেও আবেদনপত্র পাঠাতে পারেন-
মানব সম্পদ,
ল্যাবএইড গ্রুপ,
হাউজ ১, রোড ৪ ধানমন্ডি ঢাকা- ১২০৫।
সাবজেক্ট এ আবেদন পদের নাম উল্ল্যেখ করতে হবে বা খামের উপরে দিতে হবে।
অফিসিয়াল ওয়েবসাইট/ ঠিকানা
http://labaidgroup.com/career
আবেদনের শেষ তারিখ: ডিসেম্বর ২৮, ২০১৯
ল্যাবএইড হসপিটাল, labaid group com career, #Labaid #Job
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন