এরিয়া ব্যবস্থাপক (ক্ষুদ্রঋণ কর্মসূচি) পদে মানবিক সাহায্য সংস্থা (MSS) NGO তে নিয়োগ বিজ্ঞপ্তি 2019
আবেদনের শেষ সময়
৩০ ডিসেম্বর, ২০১৯
পদের নাম: এরিয়া ব্যবস্থাপক (ক্ষুদ্রঋণ কর্মসূচি)
পদ সংখ্যা: ১৫ জন
শিক্ষাগত যোগ্যতাঃ যে কোন বিষয়ে স্নাতকোত্তর/সমমান পাশ।
পদ সংখ্যা: ১৫ জন
শিক্ষাগত যোগ্যতাঃ যে কোন বিষয়ে স্নাতকোত্তর/সমমান পাশ।
মাসিক বেতন-ভাতাঃ শিক্ষাণবীশকালে বেতন ২৫,০০০/= টাকা। নিয়মিতকরণের পর নির্ধারিত শহরে ৩২,২২০/= টাকা এবং পল্লীতে ২৯,৩৬৬/= টাকা। অধিক অভিজ্ঞ প্রার্থীর ক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
অন্যান্য সুবিধাদিঃ চাকুরী স্থায়ীকরণের পর সংস্থার নিয়মানুযায়ী দুটি উৎসব বোনাস ও একটি ইনসেনটিভ বোনাস, বার্ষিক ইনক্রিমেন্ট, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচ্যুইটি, চিকিৎসা অনুদান, মৃত্যু/দুর্ঘটনা জনিত আর্থিক সহায়তা ও সন্তানদের জন্য শিক্ষা বৃত্তি, মোবাইল ভাতা, বাইসাইকেল/মটর সাইকেল ঋণ এবং মটরসাইকেল জ্বালানী খরচ সুবিধাসহ সংস্থার বিধি মোতাবেক অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
অন্যান্য শর্তাবলীঃ
১) শিক্ষানবীশকাল ০৬ মাস। তবে কর্মক্ষেত্রে দক্ষতার ভিত্তিতে সকলপদে শিক্ষানবীশকাল হ্রাস/বৃদ্ধি করা হতে পারে।
১) শিক্ষানবীশকাল ০৬ মাস। তবে কর্মক্ষেত্রে দক্ষতার ভিত্তিতে সকলপদে শিক্ষানবীশকাল হ্রাস/বৃদ্ধি করা হতে পারে।
২) শিক্ষাজীবনের কোন পরীক্ষায় তৃতীয় শ্রেণী/বিভাগ গ্রহণযোগ্য নয়। প্রার্থীকে সংস্থার যে কোন কর্মএলাকায় কাজ করতে আগ্রহী হতে হবে এবং মটরসাইকেল চালানো বাধ্যতামূলক।
৩) কম্পিউটারে ওয়ার্ড, এক্সেল, বাংলা টাইপিং ও ইন্টারনেট ব্যবহার জানা বাধ্যতামূলক।
৪) চাকুরীতে যোগদানের সময় মা/বাবা/আপন ভাই/বোন/নিকটতম আত্মীয় দ্বারা (কমপক্ষে একজন) জামিনদার হিসাবে নিশ্চয়তা প্রদান করতে হবে।
আগ্রহী প্রার্থীকে পূণার্ঙ্গ জীবন বৃত্তান্ত ও সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজ রঙ্গীন ছবিসহ আবেদন আগামী ৩০.১২.২০১৯ইং তারিখের মধ্যে
‘‘নির্বাহী পরিচালক, মানবিক সাহায্য সংস্থা (এমএসএস),
২৯, পশ্চিম পান্থপথ (৪র্থ তলা) ঢাকা-১২০৫”
বরাবর হাতে হাতে/ডাক/কুরিয়ার যোগে পাঠাতে হবে।
খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে।
শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের ইন্টারভিউ এর জন্য ডাকা হবে।
চাকুরীর জন্য কোন প্রকার তদবির প্রার্থীর অযোগ্যতা হিসাবে গণ্য হবে।
যোগ্য মহিলা প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
এমএসএস নিয়োগ সংক্রান্ত শর্তাবলীর যে কোন অংশ সংশোধন/সংযোজনসহ যে কোন আবেদনপত্র বাতিল ও নিয়োগ সংক্রান্ত যে কোন সিদ্ধান্ত গ্রহণের পূর্ণ অধিকার সংরক্ষণ করে।
নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহনের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।অফিসিয়াল ওয়েবসাইট/ ঠিকানা
www.mssbd.org
অফিসিয়াল সার্কুলার
www.mssbd.org/career
www.mssbd.org/career
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন