প্রাথমিক শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফলাফল ২২-২৬ ডিসেম্বর Primary Job Exam Result

প্রাথমিক শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফলাফল চলতি মাসের শেষ সপ্তাহে প্রকাশিত হবে। ইতোমধ্যে লিখিত ও মৌখিক পরীক্ষা হয়ে গেছে। ২০১৮ সালের জুলাই মাসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সময় ১২ হাজার পদে নিয়োগ দেওয়ার কথা বলা হলেও শূন্যপদের চাহিদা বিবেচনা করে পদের সংখ্যা ১৮ হাজারে উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া প্রতি তিনজনের মধ্যে একজনের নিয়োগের সুযোগ তৈরি হলো।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. এ এফ এম মনজুর কাদির এ ব্যাপারে গণমাধ্যমকে জানান, প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় পরীক্ষার চূড়ান্ত ফল তৈরির কাজ চলছে। আগামী ২২ থেকে ২৬ ডিসেম্বরের মধ্যে আমরা এই ফল প্রকাশ করতে পারব বলে আশা করছি। এ ছাড়া পদের সংখ্যাও বাড়ানো হয়েছে। এবার প্রায় ১৮ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

মন্তব্যসমূহ