শ‌ক্তি ফাউ‌ন্ডেশনের নি‌য়োগ বিজ্ঞ‌প্তি Shakti Foundation Job Circular

জনবল নিয়োগ দেবে বেসরকারি ক্ষুদ্রঋণ দানকারী প্রতিষ্ঠান শক্তি ফাউন্ডেশন ফর ডিজ-অ্যাডভান্টেজড উইমেন। ৩ পদে ২৬০ জনকে নিয়োগ প্রদানের লক্ষ্যে শক্তি ফাউন্ডেশন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২০ জানুয়া‌রি, ২০২০ পর্যন্ত আবেদন করতে পারবেন। নারীর ক্ষমতায়নে শক্তি ফাউন্ডেশন চাকরির বিজ্ঞপ্তি ২০১৯ প্রকাশ করেছে। Shakti Foundation Job Circular 2019 ২৬০ পদে  শক্তি ফাউন্ডেশন ফর ডিজ-অ্যাডভান্টেজড উইমেন NGO তে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ।

বেসরকারি প্রতিষ্ঠানে ক্যারিয়ার গড়তে চাইলে আপনিও আবেদন করতে পারেন। তার আগে বিজ্ঞপ্তিটি ভালোভাবে দেখে নিন একবার। যোগ্য হলে, আবেদন করুন এক্ষুনি।
আ‌বেদ‌নের শেষ সময়
২০ জানুয়া‌রি, ২০২০

 শক্তি ফাউন্ডেশন চাকরির বিজ্ঞপ্তি ২০১৯
উৎসঃ দৈনিক  প্রথম আলো -  ২৭ ডিসেম্বর, ২০১৯
বাছাই প্রক্রিয়া 
শক্তি ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। থাকবে কম্পিউটার টেস্ট, দেখা হবে সংশ্লিষ্ট বিষয়ে পারদর্শিতা। মোট ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হয়। উত্তীর্ণদের দেওয়া হবে ১০ দিনের প্রশিক্ষণ। এরপর মূল্যায়নের ভিত্তিতে চূড়ান্ত নিয়োগ দেওয়া হবে।


আবেদনের নিয়ম
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লিখিত আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনপত্র পাঠানোর ঠিকানা-
সিনিয়র ডিরেক্টর, 
এইচআর ডিপার্টমেন্ট, শক্তি ফাউন্ডেশন ফর ডিজ-অ্যাডভান্টেজড উইমেন, 
বাড়ি# ৪, রোড# ১ (মেইন রোড), ব্লক# এ, সেকশন- ১১, মিরপুর, পল্লবী, ঢাকা-১২১৬। 
খামের ওপর লিখতে হবে পদের নাম। ক্রেডিট অফিসার পদে আগ্রহী এলাকার নামও লিখতে হবে। সদ্য তোলা পাসপোর্ট সাইজের ২ কপি ছবি, সব শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদ এবং জাতীয় পরিচয়পত্রের এক কপি ফটোকপি আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে।






#শক্তি ফাউন্ডেশনে নিয়োগ ২০১৯, Shakti Foundation Job Circular 2019, শক্তি ফাউন্ডেশন ঢাকা, শক্তি ফাউন্ডেশন নিয়োগ 2019, Shakti Job Circular 2019, শক্তি ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি 2019, শক্তি ফাউন্ডেশন নতুন নিয়োগ, Shakti NGO Job Circular, শক্তি ফাউন্ডেশন ফর ডিসএ্যাডভান্টেজড উইমেন, শক্তি ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি  2019,

মন্তব্যসমূহ