ডিজিকন টেকনোলজিসের নি‌য়োগ বিজ্ঞ‌প্তি Digicon Technologies Job Circular

ডিজিকন টেকনোলজিস নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ডিজিকন টেকনোলজিস লিমিটেড চাক‌রির বিজ্ঞ‌প্তি ২০২০। প্রতিষ্ঠানটিতে ‘কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়
১১ মার্চ, ২০২০

পদের নাম
কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ (Customer Service Representetive)
পদসংখ্যা
মোট ৮০ জনকে নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর পাসসহ ডিপ্লোমা পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর কম্পিউটার বিষয়ে সাধারণ জ্ঞান থাকতে হবে। মাইক্রোসফট অফিসে কাজের দক্ষতা প্রয়োজন। বিপিও ইন্ডাস্ট্রিতে কাজে অভিজ্ঞ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। ন্যূনতম ২১ থেকে অনূর্ধ্ব ৩২ বছর পর্যন্ত আবেদন করা যাবে। নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীদের ঢাকায় নিয়োগ দেওয়া হবে।
কর্মস্থল
যশোর
বেতন স্কেল
বেতন ৭৫০০ টাকা।
আবেদনের প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা জাগোজবস অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অথবা ই-মেইলে সি‌ভি পা‌ঠি‌য়েও আ‌বেদন সম্পন্ন করতে পারবেন (career@digicontechnologies.co এই ঠিকানায়।

.

.

.
digicon technologies job circular 2020, digicon technologies career, digicon technologies job, Customer Service Representetive job 2020

মন্তব্যসমূহ