"লার্নিং এন্ড আর্নিং" ফ্রি কোর্স করুন: Free Learning and Earning Course

সরকারী অর্থায়নে "লার্নিং এন্ড আর্নিং" প্রকল্পের ফ্রি কোর্স করে দক্ষ ফ্রিলান্সার হওয়ার এখনই সুযোগ।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীনে সম্পূর্ণ সরকারি অনুদানে বাংলাদেশের সবচেয়ে বড় আইটি স্কিল ট্রেনিং সেন্টার হলো “লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্প”। LEDP-এর আওতায় কর্মসংস্থানের সুযোগ সহ ৫০ দিন ব্যাপি (২০০ ঘন্টা) প্রফেশনাল আউটসোর্সিং ট্রেনিং এর জন্য বাংলাদেশের ৬৪ টি জেলাতে একযোগে নিবন্ধন শুরু হয়েছে।

প্রফেশনাল ফ্রি আউটসোর্সিং ট্রেনিং-্এর বিষয় নিম্নরূপ:
১। গ্রাফিক ডিজাইন;
২। ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট এবং
৩। ডিজিটাল মার্কেটিং।
.
আবেদনের নিয়ম:
ওফিসিয়াল ওয়েবসাইট www.ledp.ictd.gov.bd/registration রেজিষ্টেশন পেজে যাওয়ার পর এখানে পছন্দের ক্যাটাগরি সিলেক্ট করে আবেদন শুরু করুন।
1. Graphic Design
2. Web Design and Development
3. Digital Marketing
.
তারাহুরো না করে গুরুত্ব সহকারে রেজিস্ট্রেশন ফরমটি পূরণ করুন। আবেদনপত্রে ভুল তথ্য দিলে বাতিল বলে গন্য হবে। তাই আপনার এনআইডি কার্ড অনুযায়ী সঠিক তথ্য সাবমিট দিয়ে ৩০ মিনিটের মধ্যে ২০টি MCQ পরিক্ষা দিয়ে রাখুন। এখানে ২০-এর মধ্যে পরিক্ষায় ১০-এর উপরে পেলেই পাশ। যদি পরিক্ষায় পাশ করে থাকেন তাহলে আপনাকে Congratulations জানাবে।
.
পরিক্ষার প্রশ্নের ধরণ
এখানে বিভিন্ন ধরনের প্রশ্ন থাকবে। যার অন্যতম হলো- কম্পিউটার ব্যাসিক, ইংরেজি থেকে ভয়েজ, প্রিপোজিশান, বাক্য সঠিককরণ, টেনস্ ইত্যাদি।
প্রশ্নগুলো ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির বইয়ের পড়া।
.
.
প্রয়োজনীয় কাগজপত্র

১. জন্মনিবন্ধন/ NID কার্ডের হুবহু তথ্য;
২. পাস‌পোর্ট সাইজের ফটো এবং আপনার Signature- (jpg or jpeg or png Format - Max. 2MB ছোট হতে হবে ;
৪. কম্পিউটার/ল্যাপটপ, পাশাপাশি স্মার্ট ফোন;
৫. ন্যূন্যতম এইচ এস সি/ সমমান পাশ;
৬. কম্পিউটার এবং ইন্টারনেট সম্পর্কে সাধারণ জ্ঞান থাকতে হবে।
.
পরীক্ষা বাতিলের সতর্কীকরণ
১. ভাইভার জন্য সময় মতো যেতে না পারলে, পরীক্ষা বাতিল বলে গন্য হবে।
২. পরীক্ষা চলমান অবস্থায় সেই ডিভাইস দিয়ে গুগলে উত্তর সার্চ করবেন না!
৩. এক NID কার্ড এবং মেইল দিয়ে একবারই আবেদন করতে পারবেন।
৪. পরীক্ষা চলমান অবস্থায় অন্য ট্যাবে যাওয়া অথবা কোন ব্রাউজার চালানো যাবে না।
৫. যদি কোন কারনে পরীক্ষায় ফেল হয় তাহলে ১৪ দিন পর অথবা নতুন জিমেইল দিয়ে পূনরায় পরিক্ষা দিতে পারবেন।
.
জেনে রাখুন...
১. নতুন স্মার্ট কার্ড এর ১০ ডিজিট দিলে নিচ্ছে না, সেক্ষেত্রে আপনি এনআইডি কার্ডের নাম্বারের প্রথমে 0000000 একসাথে NID নাম্বার দিয়ে (১৭ ডিজিট বানিয়ে নিবেন) তাহলে অবশ্যই নিবে এতে করে আপনার রেজিষ্টেশন এর কোন সমস্যা হবে না!
.
২. যাদের NID কার্ড ১৩ ডিজিটের তারা প্রথমে ভোটার আইডি কার্ডের জন্মসাল দিয়ে তারপর (১৭ ডিজিট বানিয়ে নিবেন) তাহলে কোন সমস্যা হবে না।
.
৩. যাদের ১৮+ বছর হয়েছে কিন্তু ভোটার আইডি কার্ড নেই তারা জন্মনিবন্ধন এর ১৭ ডিজিট নাম্বার দিয়ে রেজিষ্টেশন করতে পারবে।
.
৪. গতবার যেই সমস্যা সবচাইতে বেশি হয়েছিল সেটা হচ্ছে বন্ধ মোবাইল নাম্বার এবং ভূয়া তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করা। এটা করা থেকে বিরত থাকুন।
.
বিশেষ কিছু কথা
* প্রশিক্ষণস্থান উপজেলা ভিত্তিক নিবন্ধন করতে হবে।
* শারীরিক প্রতিবন্ধীরা এই কোর্সে বিশেষ সুযোগ পাবে।
* ৩০% নারী শিক্ষার্থীরা এই ট্রেনিং এ সুযোগ পাবে।
* তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ কর্তৃক সার্টিফিকেট প্রদান ।
* উদ্যোক্তা সৃষ্টি, অনলাইন মার্কেটপ্লেসে আয়, স্থানীয় প্রতিষ্ঠানে চাকুরির সুযোগ।
.
বিঃদ্রঃ নিজস্ব কম্পিউটার থাকতে হবে এবং বেসিক কম্পিউটার ও ইন্টারনেট চালানোর দক্ষতা থাকতে হবে






Welcome to Professional Outsourcing Cource Learning & Earning Development Project. Registration & Online Exam... লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্প সম্পর্কৃত বিস্তারিত তথ্য ২০২০...লার্নিং এন্ড আর্নিং বিষয় প্রশিক্ষণে রেজিস্ট্রেশন, লার্নিং এন্ড আর্নিং রেজিস্ট্রেশন ঢাকা, learning and earning course bd, learning and earning youtube, ledp course module, ledp details, govt. ict division training program, learning and earning 2020, ledp project of bangladesh, ledp digital marketing, ledp laptop, লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট, লার্নিং এন্ড আর্নিং প্রজেক্ট, লার্নিং এন্ড আর্নিং কুমিল্লা, লার্নিং এন্ড আর্নিং ২০২০, লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট ২০২০, ict division learning and earning registration, লার্নিং অ্যান্ড আর্নিং, LEARNING AND EARNING MONITORING SYSTEM. Home · Course Registration · Course Material · Class Schedule, লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় বিনামূল্যে Professional Outsourcing Training, Learning & Earning Development Project, ICT Division, Dhaka, Bangladesh. ledp registration 2020, www ictedu gov bd

মন্তব্যসমূহ