চাকরির নিয়োগ ও প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিমূলক মডেল টেস্ট
বেশির ভাগ চাকরির বাছাই পরীক্ষার পাশাপাশি প্রতিযোগিতামূলক পরীক্ষা বা ভর্তি পরীক্ষার উল্লেখযোগ্যসংখ্যক প্রশ্ন মাধ্যমিক পর্যায়ের বই থেকেই করা হয়। মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন বিষয়ের বই থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলোকে মডেল টেস্ট আকারে সাজানো হলো—
১। এমআরআই-এর পূর্ণরূপ কী?
ক. ম্যাগনেটিক রেডিয়েশন ইমেজিং খ. ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং
গ. মলিকুলার রেজোনেন্স ইমেজিং
ঘ. মডার্ন রেজোনেন্স ইমেজিং
২।মানুষের রক্তের পিএইচের মান কত?
ক. ৭.৪ খ. ৭.০
গ. ৬.৫ ঘ. ৫.৬
৩। কোনটি কাজী নজরুল ইসলাম কর্তৃক রচিত?
ক. অগ্নিবীণা
খ. গীতাঞ্জলি
গ. মেঘনাদ বধ কাব্য
ঘ. চিরকুমার সভা
৪। কম্পিউটারের যন্ত্রাংশকে কী বলে?
ক. মনিটর খ. হার্ডওয়্যার
গ. সফটওয়্যার ঘ. প্রগ্রাম
৫। ইন্টারনেট ব্যবহার করে কর্মসংস্থানের সুযোগকে কী বলে?
ক. ই-গভর্ন্যান্স খ. ই-কমার্স
গ. আউটসোর্সিং ঘ. ই-বিজনেস
৬। উঠউ শব্দটির পূর্ণরূপ কী?
ক. Digital Version Disk
খ. Digital Video-audio Disk
গ. Distance Disk
ঘ. Digital Video Disk.
৭। নিচের কোন সংখ্যাটি মৌলিক?
ক. ৪৭ খ. ১৪৩
গ. ৯১ ঘ. ৮৭
৮। ১ থেকে ৪৯ পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত?
ক. ২৫ খ. ২৩
গ. ২৪.৫ ঘ.২৫.৫
ক. ম্যাগনেটিক রেডিয়েশন ইমেজিং খ. ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং
গ. মলিকুলার রেজোনেন্স ইমেজিং
ঘ. মডার্ন রেজোনেন্স ইমেজিং
২।মানুষের রক্তের পিএইচের মান কত?
ক. ৭.৪ খ. ৭.০
গ. ৬.৫ ঘ. ৫.৬
৩। কোনটি কাজী নজরুল ইসলাম কর্তৃক রচিত?
ক. অগ্নিবীণা
খ. গীতাঞ্জলি
গ. মেঘনাদ বধ কাব্য
ঘ. চিরকুমার সভা
৪। কম্পিউটারের যন্ত্রাংশকে কী বলে?
ক. মনিটর খ. হার্ডওয়্যার
গ. সফটওয়্যার ঘ. প্রগ্রাম
৫। ইন্টারনেট ব্যবহার করে কর্মসংস্থানের সুযোগকে কী বলে?
ক. ই-গভর্ন্যান্স খ. ই-কমার্স
গ. আউটসোর্সিং ঘ. ই-বিজনেস
৬। উঠউ শব্দটির পূর্ণরূপ কী?
ক. Digital Version Disk
খ. Digital Video-audio Disk
গ. Distance Disk
ঘ. Digital Video Disk.
৭। নিচের কোন সংখ্যাটি মৌলিক?
ক. ৪৭ খ. ১৪৩
গ. ৯১ ঘ. ৮৭
৮। ১ থেকে ৪৯ পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত?
ক. ২৫ খ. ২৩
গ. ২৪.৫ ঘ.২৫.৫
৯। তিন সদস্যের একটি বিতর্ক দলের সদস্যদের গড় বয়স ২৪ বছর। যদি কোনো সদস্যের বয়সই ২১ বছরের নিচে না হয়, তবে তাদের কোনো একজনের বয়স সর্বোচ্চ কত হতে পারে?
ক. ২৮ বছর খ. ২৯ বছরগ. ৩১ বছর ঘ. ৩০ বছর
১০। তিনটি ক্রমিক সংখ্যার গুণফল তাদের যোগফলের ৫ গুণ; সংখ্যা তিনটির গড় কত?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫
১১। বার্ষিক শতকরা ১০ টাকা হার সুদে কোনো মূলধন কত বছর পরে আসলের দ্বিগুণ হবে?
ক. ২০ বছর খ. ১০ বছর
গ. ১৫ বছর ঘ. ১২ বছর
১২। ‘রক্তাক্ত প্রান্তর’ নাটকটির রচয়িতা কে?
ক. মুনীর চৌধুরী খ. আলাওল
গ. প্রমথ চৌধুরী ঘ. জসীমউদ্দীন
১৩। সার্কের সদস্য দেশ কতটি?
ক. ৫ খ. ৬ গ. ৭ ঘ. ৮
১৪। আসিয়ানের সদর দপ্তর কোথায়?
ক. সিঙ্গাপুর খ. বেইজিং
গ. সিডনি ঘ. জাকার্তা
১৫। ভারতবর্ষে মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
ক. বাবর খ. আকবর
গ. শেরশাহ ঘ. মোবারক শাহ
১৬। ‘ময়ূর সিংহাসন’ প্রথম কোন সম্রাটের আমলে নির্মিত হয়?
ক. আকবর খ. শাহজাহান
গ. আওরঙ্গজেব ঘ. হুমায়ুন
১৭। নিষ্ক্রিয় গ্যাস কোনটি?
ক. নিয়ন খ. হাইড্রোজেন
গ. বিউটেন ঘ. প্রপেন
১৮। Spouse is ধ --- gender.
ক. Common খ. Neuter
গ. Feminine ঘ. Masculine
১৯। Antonym of the word ‘Concord’ is-
ক. Thrifty খ. Scanty
গ. Harmony ঘ. Conflict
২০। The idiom ‘without issue’ means-
ক. childless খ. illiterate
গ. no mother ঘ. no wealth
২১। Choose the correct spelling-
ক. Saparete খ. Separate
গ. Seperate ঘ. Seperete
২২। কোন গ্রন্থির ক্ষরণকাল আজীবন নয়?
ক. থাইমাস খ. পিনিয়াল
গ. টেসটিস ঘ. সুপ্রারেনাল
২৩। ‘Termination’ means-
ক. To start খ. Middle
গ. To end ঘ. To begin
২৪। ‘কোমল’-এর বিপরীত শব্দ কোনটি?
ক. কর্কশ খ. শক্ত গ. কঠিন ঘ. মমত্ব
২৫। টুংরো ভাইরাস কোন গাছকে রোগাক্রান্ত করে?
ক. গম খ. মটর
গ. ধান ঘ. ভুট্টা
২৬। ‘নিরাকার’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
ক. আকার খ. সাকার
গ. দৃশ্যমান ঘ. উদ্ভট
২৭। ‘হাত-ভারি’ বাগধারাটির অর্থ কী?
ক. দাতা খ. উদার
গ. ভয়ংকর ঘ. কৃপণ
২৮। বাংলা ভাষায় কয়টি খাটি বাংলা উপসর্গ আছে?
ক. একুশ খ. উনিশ গ. বিশ ঘ. বাইশ
২৯। জাতিসংঘ দিবস পালিত হয়—
ক. ২৪ অক্টোবর খ. ২৪ নভেম্বর
গ. ২৪ ডিসেম্বর ঘ. ২৪ জুন
৩০। ‘বীরবলের হালখাতা’ কার লেখা?
ক. আল মাহমুদ
খ. মীর মশাররফ হোসেন
গ. প্রমথ চৌধুরী
ঘ. কাজী নজরুল ইসলাম
৩১। যার আগমনে কোনো তিথি নেই তাকে এককথায় কী বলে?
ক. ভিখারি
খ. আগমনী
গ. একাদশে বৃহস্পতি
ঘ. অতিথি
৩২। অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন?
ক. খাজা নাজিমুদ্দীন
খ. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
গ. এ কে ফজলুল হক
ঘ. আবদুল হামিদ খান ভাসানী
৩৩। ‘ডাকঘর’ নাটকের রচয়িতা কে?
ক. সানাউল হক
খ. প্রমথ চৌধুরী
গ. সুনীল গঙ্গোপাধ্যায়
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
৩৪। What is the best possible meaning of ‘white elephant’?
ক. a costly and troublesome thing
খ. a elephant with white color
গ. a black marketer
ঘ. a hoarder
৩৫। প্রধান নির্বাচন কমিশনারের মেয়াদকাল কত?
ক. ৫ বছর খ. ৪ বছর
গ. ৬ বছর ঘ. ৩ বছর
৩৬। বীরশ্রেষ্ঠ পদকপ্রাপ্তদের সংখ্যা কত?
ক. ৫ জন খ. ৮ জন
গ. ১১ জন ঘ. ৭ জন
৩৭। ধানসিঁড়ি নদী কোন জেলায় অবস্থিত?
ক. চাঁদপুর খ. যশোর
গ. ঝালকাঠি ঘ. মুন্সীগঞ্জ
৩৮। অর্থনীতির জনক কে?
ক. ডেভিড রিকার্ডো
খ. স্টুয়ার্ট মিল
গ. কার্ল মার্ক্স
ঘ. অ্যাডাম স্মিথ
৩৯। জাতীয় কিশোর উন্নয়ন প্রতিষ্ঠান কোথায়?
ক. কুমিল্লা খ. টঙ্গী
গ. চট্টগ্রাম ঘ. সিলেট
৪০। গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা হয় কোন সালে?
ক. ১৯৮২ সালে খ. ১৯৮৩ সালে
গ. ১৯৮৪ সালে
ঘ. ১৯৮৫ সালে
উত্তরপত্রঃ
১. খ, ২. ক, ৩. ক, ৪. খ, ৫. গ, ৬. ঘ, ৭. ক, ৮. ক, ৯. ঘ, ১০. গ, ১১. খ, ১২. ক, ১৩. ঘ, ১৪. ঘ, ১৫. ক, ১৬. খ, ১৭. ক, ১৮. ক, ১৯. ঘ, ২০. ক, ২১. খ, ২২. ক, ২৩. গ, ২৪. ক, ২৫. গ, ২৬. খ, ২৭. ঘ, ২৮. ক, ২৯. ক, ৩০. গ, ৩১. ঘ, ৩২. খ,৩৩. ঘ, ৩৪. ক, ৩৫. ক, ৩৬. ঘ, ৩৭. গ, ৩৮. ঘ, ৩৯. খ, ৪০.খ
মডেল টেস্টটি দৈনিক কালের কণ্ঠ থেকে সংগৃহীত
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন