খাদ্য অধিদপ্তরের পরীক্ষার সময়সুচি DGFOOD Admit Card

খাদ্য অধিদপ্তর এর বিভিন্ন পদের পরীক্ষার সময়সুচি প্রকাশ

পরীক্ষার তারিখঃ ২০ মার্চ ২০২০

প্রতিষ্ঠানঃ খাদ্য অধিদপ্তর
পদের নামঃ ১৪ ক্যাটাগরির বিভিন্ন পদ
পরীক্ষার তারিখঃ ২০ মার্চ ২০২০
পরীক্ষার সময়ঃ সকাল ১০ - ১১ টা

পদের নাম ও পদ সংখ্যা
১) ল্যাবরেটরি টেকনিশিয়ান- ২টি।
২) ফোরম্যান -১টি
৩) মেকানিকাল ফোরম্যান- ২টি।
৪) অপারেটর - ২০টি।
৫) ইলেক্ট্রিশিয়ান - ৯টি।
৬) ভেহিকাল ইলেক্ট্রিশিয়ান- ১টি।
৭) সহকারী ফোরম্যান- ৩টি।
৮) মিলরাইট- ৩টি।
৯) ল্যাবরেটরি সহকারী- ৮টি।
১০) সহকারী অপারেটর - ১১টি।
১১) স্টেভেডর সরদার- ৬টি।
১২) ভেহিকাল মেকানিক- ৪টি।
১৩) সহকারী মিলরাইট- ৫টি।
১৪) সাইলো অপারেটিভ- ৫৬টি।

১৪টি ক্যাটাগরিতে মোট আবেদন পড়ে ৬ হাজার ৭৮জন। এদের লিখিত পরীক্ষা ২০মার্চ হবে।

এসআই, এএসআই সহ বাকি ১০ কাটাগরিতে আবেদন পড়ে ১৩ লাখ ৭২হাজার ৮৪৫টি। যেগুলোর পরীক্ষা ধাপে ধাপে অনুষ্ঠিত হবে। 


ADMIT CARD DOWNLOAD
http://dgfood.teletalk.com.bd/admitcard/index.php


.
www.dgfood.teletalk.com.bd admit card, dgfood exam time, dgfood exam schedule

মন্তব্যসমূহ