চাকরি ও প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী সাধারণ জ্ঞান General Knowledge in Bangladesh

মাধ্যমিক স্তরের পাঠ্য বই থেকে চাকরি ও প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী সাধারণ জ্ঞানমূলক বেশ কিছু প্রশ্ন এখানে তুলে ধরা হলো—
তাজহাট জমিদারবাড়ি
১। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম কত তারিখে?
উত্তর : ১৭ মার্চ ১৯২০।
২। বাংলাদেশের প্রথম ভূস্থির যোগাযোগ ও সম্প্রচার উপগ্রহের নাম কী?
উত্তর : বঙ্গবন্ধু স্যাটেলাইট-১।
৩। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ কবে মহাকাশে উৎক্ষেপণ করা হয়?
উত্তর : ২০১৮ সালের ১২ মে।
৪। হাঙ্গেরীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক ‘জন ভন নিউম্যান’ কে ছিলেন?
উত্তর : কম্পিউটার বিজ্ঞানী ও গণিতবিদ।
৫। ময়মনসিংহ জাদুঘর কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৯৬৯ সালে।
৬।
আরমানীটোলায় ‘আর্মেনিয়ান গির্জা’ কত সালে তৈরি হয়?
উত্তর : ১৭৮১ সালে।
৭। ১৬৮২ সালে ইংরেজ কম্পানিগুলোর গভর্নর হিসেবে উইলিয়াম হেজেজ কোথায় আসেন?
উত্তর : হুগলিতে।
৮। বঙ্গীয় আইনসভার প্রথম সদস্যসংখ্যা কতজন ছিল?
উত্তর : ১২ জন।
৯। বাংলায় স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন কে?
উত্তর : ফখরুদ্দিন মোবারক শাহ।
১০। ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে ঢাকায় বাঙালি হত্যা অভিযানের কী নাম দেওয়া হয়?
উত্তর : অপারেশন সার্চলাইট।
১১। মুজিবনগর সরকার কত তারিখে শপথ গ্রহণ করে?
উত্তর : ১৯৭১ সালের ১৭ এপ্রিল।
১২। ‘ঢাকা নাগরিক শান্তি কমিটি’র সদস্যসংখ্যা কত ছিল?
উত্তর : ১৪০ জন।
১৩। প্রাচীন বাংলায় কোন কাপড় বেশ বিখ্যাত ছিল?
উত্তর : দুকূল।
১৪। ঢাকার উল্লেখযোগ্য লালবাগ মসজিদ কত শতকে তৈরি হয়?
উত্তর : উনিশ শতকে।
১৫। সোনারগাঁয়ের পূর্ব নাম কী?
উত্তর : সুবর্ণগ্রাম।
১৬। তাজহাট জমিদারবাড়ি কোথায় অবস্থিত?
উত্তর : রংপুরে।

মন্তব্যসমূহ