স্কয়ার কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তি : Square Toiletries Job Circular 2020

‘সেলস অফিসার’ পদে নিয়োগ দিচ্ছে স্কয়ার গ্রুপের শাখা প্রতিষ্ঠান স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড।
আবেদনের শেষ সময়
৩১ মার্চ ২০২০
‘সেলস অফিসার’ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অথবা ২-৩ বছরের বাস্তব অভিজ্ঞতাসহ এইচএসসি সমমান পাস। 
দেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে।
আগ্রহী প্রার্থীরা সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি ও জীবনবৃত্তান্ত 
‘মহাব্যবস্থাপক, 
মানবসম্পদ বিভাগ, স্কয়ার  টয়লেট্রিজ লিমিটেড, 
রূপায়ণ সেন্টার (১১ তলা), ৭২ মহাখালী বা/এ, ঢাকা-১২১২’ 
ঠিকানায় পাঠিয়ে আবেদন করতে পারবেন।
এ ছাড়া প্রার্থীরা নিজ আবেদনপত্রসহ জীবনবৃত্তান্ত ‘hrd-stl@squaregroup.com’ ঠিকানায় পাঠিয়ে আবেদন করার সুযোগ পাবেন। ই-মেইলে বিষয় লিখতে হবে "Sales Officer" এবং যে বিভাগে কাজ করতে ইচ্ছুক সেই বিভাগের নাম।
বাছাইকৃত প্রার্থীদের নিম্নোক্ত বিভাগে লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিভাগঃ ঢাকা, বগুড়া, খুলনা ও কুমিল্লা।

মন্তব্যসমূহ