ইন্টেলিজেন্ট ইমেজ ম্যানেজমেন্টে নি‌য়োগ বিজ্ঞ‌প্তি: IIMI Job Circular 2020

Home Based Data Entry Operator 'হোম বেজড ডাটা এন্ট্রি অপারেটর’ পদে চাক‌রির নি‌য়োগ বিজ্ঞ‌প্তি। ইন্টেলিজেন্ট ইমেজ ম্যানেজমেন্ট লিমিটেড, ঢাকা একটি বিআইডিএ (বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, আগে বিওআই নামে পরিচিত) অনুমোদিত এবং আইআইএমআই, আমেরিকার সম্পূর্ণ মালিকানাধীন সহায়ক সংস্থা এবং ডেটা প্রসেসিং এবং ডাটাবেস পরিচালনার সাথে গত ২০ বছর ধরে জড়িত ও 100% রফতানিমুখী বিপিও (বিজনেস প্রসেস আউটসোর্সিং) সংস্থা । আমরা হোম বেসড ডেটা এন্ট্রি অপারেটর খুঁজছি যাদের পিসি এবং ইন্টারনেট সংযোগ রয়েছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ অনুমোদিত ইন্টেলিজেন্ট ইমেজ ম্যানেজমেন্ট লিমিটেডে ‘হোম বেজড ডাটা এন্ট্রি অপারেটর’ পদে ২৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৫ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়
২৫ এপ্রিল ২০২০

প্রতিষ্ঠানের নাম: ইন্টেলিজেন্ট ইমেজ ম্যানেজমেন্ট লিমিটেড (আইআইএমএল)
পদের নাম: হোম বেজড ডাটা এন্ট্রি অপারেটর
পদসংখ্যা: ২৫০ জন
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/ ডিপ্লোমা ইন কম্পিউটার

দক্ষতা: 
  • ইংরেজিতে ডেটা এন্ট্রির কাজ জানতে হবে।
  • ডেটা এন্ট্রি কাজের নির্ভুলতা নিশ্চিত করা।
  • প্রতি মাসে সর্বনিম্ন ৬০ ঘন্টা কাজের প্রতিশ্রুতিবদ্ধতার প্রয়োজন।
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির ধরন: অস্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: নির্ধারিত নয়
কর্মস্থল: যেকোনো স্থান
আবেদনের নিয়ম
আগ্রহীরা jagojobs.com/jobs এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের নিজস্ব পিসি এবং ইন্টারনেট সংযোগ থাকলে আবেদন করার জন্য উত্সাহিত করা হলো। কোন বয়সের সীমাবদ্ধতা নেই। খণ্ডকালীন কাজ ঠিক আছে, তবে প্রতি মাসে সর্বনিম্ন ৬০ ঘন্টা কাজের প্রতিশ্রুতিবদ্ধ হওয়া দরকার। অনুগ্রহপূর্বক এই ঠিকানায় আবেদন পাঠান- jobs@iimdirect.com অথবা আপনার CV পিাঠান এই ঠিকানায়- obs@iimdirect.com অথবা 
এখানে আবেদন করুন- Click Here

মন্তব্যসমূহ