মীনা বাজা‌রে নি‌য়োগ বিজ্ঞ‌প্তি : Meena Bazar Job Circular

মীনা বাজার দেশের অন্যতম রিটেইল চেইন সুপার শপ। জেমকন গ্রুপের প্রতিষ্ঠান মীনা বাজার বাইক রাইডার পদে ৫০০ জনবল নিয়োগ দেবে। খালি পদসমূহে  জরুরী জনবল নিয়োগের জন্য Meena Bazar Job Circular 2020 প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। মীনা বাজার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০ প্রকাশিত হয়েছে : www.meenabazar.com.bd job circular 2020 

আ‌বেদ‌নের শেষ সময়
‌নি‌র্দিষ্ট নয়


 মিনাক্লিক-এ জরুরী ভিত্তিতে ৫০০ বাইক রাইডার-এর নিয়োগ চলছে!


কর্মপরিকল্পনা
  • কোম্পানী প্রদত্ত বাইকে করে ঢাকার বিভিন্ন স্থানে ক্রেতার নিকট পণ্য পৌছে দিতে হবে। 
  • ক্রেতার নিকট হতে পণ্যমূল্য সংগ্রহ করে নিয়ম অনুযায়ী জমা দিতে হবে। 
  • মেট্রোপলিটন ট্রাফিক আইন মেনে বাইক চালাতে হবে। 


যোগ্যতা
  • শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক/ সমমান পাশ; 
  • বয়স: ১৮-৩০ বছর। 
  • কেবলমাত্র বৈধ মোটর বাইক লাইসেন্সধারী ব্যাক্তি বাইক রাইডার পদের জন্য মনোনীত হবেন। 
  • কর্মঘন্টা: বর্তমান জরুরী অবস্থায় কর্মঘন্টা- সকাল ৮:০০ থেকে বিকাল ৫:০০পর্যন্ত। 


বর্তমান ক্রান্তিকালীন সময়ের কথা বিবেচনা করে সকল রাইডার-কে ডেলিভারীর সময় মাস্ক ও হ্যান্ড গ্লভস্ দেওয়া হচ্ছে।

কোম্পানী সুযোগ-সুবিধাসমূহ:
 ঈদ বোনাস; লাইফ ইন্সুরেন্স; প্রভিডেন্ট ফান্ড; গ্রাচ্যুইটি

আবেদনের নিয়ম
অনলাইনে বিডিজবস ডট কম এর মাধ্যমে আবেদন করতে হবে। এজন্য আপনার সিভি বিডিজবস্-এ ড্রপ করুন এবং
০১৮৪১-৭০০৭৫২/ ০১৮৪১-৭০০৭৭৯ নম্বরে জরুরী ভিত্তিতে যোগাযোগ করুন।






Meena Bazar Job application form, Meena bazar part time job notice, Meena Bazar job circular, Meena bazar job circular 2020, www.meenabazar.com.bd job circular 2020, ekta-chakri, মীনা বাজারে চাকরির বিজ্ঞপ্তি, মীনা বাজার নিয়োগ, মিনা বাজারে নিয়োগ বিজ্ঞপ্তি, Meena Bazar New job recruitment notice, মিনা বাজার এ নিয়োগ বিজ্ঞপ্তি, একটা চাকরি, Mina bazar job circular 2020, মীনা বাজার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০, ekta chakri, MeenaClick job circular 2020,

মন্তব্যসমূহ