স্বাস্থ্য পরীক্ষা (প্রথম ধাপ)
প্রথমেই স্বাস্থ্য পরীক্ষা। সেখানে প্রতিষ্ঠানটির চিকিৎসকেরা নির্ধারণ করে থাকেন আবেদনকারীর বয়স, উচ্চতা, ওজন ও শারীরিক কোনো ত্রুটি আছে কি না। স্বাস্থ্য পরীক্ষায় ‘ইয়েস’ কার্ড পেলেই আবেদনকারী খেলার মাঠে গিয়ে শারীরিক সক্ষমতা ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে।
শারীরিক সক্ষমতা (দ্বিতীয় ধাপ)
সাধারণত দেখা হয় স্পিড (গতি), স্ট্রেংথ (শক্তি), অ্যান্ডুরেন্স (দম), এজিলিটি (ক্ষিপ্রতা), ব্যালান্স (ভারসাম্য), ফ্লেক্সিবিলিটি (নমনীয়তা)।
ব্যবহারিক পরীক্ষা (তৃতীয় ধাপ)
সাত দিনব্যাপী দ্বিতীয় দফায় চূড়ান্ত লড়াইয়ে জায়গা করে নেওয়ার জন্য ব্যবহারিক পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ। আবেদনকারীদের খেলা অনুযায়ী নেওয়া হয় ব্যবহারিক পরীক্ষা। যেমন ক্রিকেটে ভর্তি-ইচ্ছুকদের জন্য ব্যাটিং-বোলিং ড্রিল ও ফুটবলারদের জন্য স্কিল-গেম।
প্রাথমিক বাছাইয়ের জন্য এই তিনটি ধাপই অনুষ্ঠিত হয়ে থাকে এক দিনে। এখান থেকে বাছাই করে নেওয়া হয় সাত দিনব্যাপী বাছাই পরীক্ষায়।
সাত দিনব্যাপী বাছাইপর্ব
সপ্তাহব্যাপী বাছাইপর্বের ধাপটি পুরোপুরি আবাসিকভাবে পরিচালনা করা হয়। ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের বিকেএসপির নিজস্ব হোস্টেলে রেখে আয়োজন করা হয় চূড়ান্ত নির্বাচনী পরীক্ষা। সপ্তাহব্যাপী সকাল-বিকেল অনুশীলনে তাদের মেধা ও দক্ষতা গুরুত্বপূর্ণ। সঙ্গে লক্ষ করা হয় আবেদনকারীর আচার-আচরণ। সপ্তম শ্রেণিতে ভর্তি হতে চাইলে তার জন্য ষষ্ঠ শ্রেণির সিলেবাসে পরীক্ষা হবে। আবার যে প্রতিযোগী ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হতে ইচ্ছুক, তার জন্য পঞ্চম শ্রেণির সিলেবাস।
ভর্তিপ্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর কঠোর হুঁশিয়ারি
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান বলেন, ‘আমি নিজেই এবার আমার ফেসবুক পেজে বিকেএসপির ভর্তি বিজ্ঞপ্তির ভিডিও শেয়ার করেছি। কারণ, এবারের ভর্তিপ্রক্রিয়াটা পুরোপুরি ভিন্ন আমেজের হবে। উঁচু মানের ছয়জন বিদেশি কোচ নিয়োগ দিয়েছি। এর মধ্যে ফুটবলের জন্য আয়ারল্যান্ডের ও ক্রিকেটের জন্য নিউজিল্যান্ডের কোচ। হকির জন্য জাতীয় দলের সাবেক মালয়েশিয়ান কোচকে নিয়েছি। ভর্তি পরীক্ষার আগেই এসব কোচ নিয়োগ দেওয়া, যাতে সেরা প্রতিভাটা বাছাই করে প্রতিষ্ঠানে তুলতে পারি। তাই বিশেষভাবে এই ব্যাচের খেলোয়াড়দের প্রতি আমার প্রত্যাশাটা অনেক বেশি থাকবে। এ ছাড়া খেলোয়াড় বাছাইয়ে যেন কোনো রকম অস্বচ্ছতা না হয়, সেদিকেও আমি খেয়াল রাখব। খেলোয়াড় বাছাইয়ে আমার অবস্থান খুবই কঠোর। এর সঙ্গে বিন্দুমাত্র আপস হবে না। কোনো প্রকার অভিযোগ উঠলেই খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।’
সরকারি চাকরির আবেদনের জন্য ভিসিট করুন www.socialmahin.com
উত্তরমুছুন