বাংলাদেশ রেলওয়ের চাকরি ২০২১ : Bangladesh Railway Khalasi Job Circular 2021

 আবেদনের শেষ সময়

 ২৬ জানুয়ারি ২০২২

 


বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ প্রকাশ করেছে। (Bangladesh Railway Job Circular 2021) ‘খালাসী’ পদে মোট ১০৮৬ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন করা যাবে ২০ ডিসেম্বর ২০২১ থেকে ২৬ জানুয়ারি ২০২২ তারিখ পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেলওয়ে

পদের নাম: খালাসী
পদসংখ্যা: ১,০৮৬ জন
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান
বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা

চাকরির ধরন: স্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
কর্মস্থল: যে কোনো স্থান

বয়স: ০১ ডিসেম্বর ২০২১ তারিখে ১৮ বছর, ২৫ মার্চ ২০২০ তারিখে ৩০ বছর। বিশেষ ক্ষেত্রে ৩২ বছর

আবেদনের নিয়ম: আগ্রহীরা br.teletalk.com.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

 

আবেদন ফি: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে ৫৬ টাকা ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।

আবেদনের শেষ সময়: ২৬ জানুয়ারি ২০২২ তারিখ বিকেল ০৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন।

সূত্র: রেলওয়ের ওয়েবসাইট

 

রেলওয়ের খালাসী পদের কাজ  

বাংলাদেশ রেলওয়ের চতুর্থ শ্রেণির পদ “খালাসী”। রেলের মাধ্যমে আসা মালামাল নামানো; ট্রেনের বগি ও ইঞ্জিন রুম পরিষ্কার, স্টেশন পরিস্কার, রেলের পাতের পাথর এলোমেলো বা সরে গেলে সেগুলোর লেভেল সমান করতে হয়।  

রেলওয়ের খালাসী পদের বেতন  গ্রেড ও বেতন

সরকারি বেতন স্কেলের সর্বনিম্ন ধাপে (২০তম গ্রেড) তাঁরা অবস্থান করেন। খালাসিরা সরকারি চাকরিতে সরকারি বেতন স্কেলের সর্বনিম্ন ধাপ অর্থাৎ ২০তম গ্রেডে বেতন পান খালাসীরা। এই পদের বেতন স্কেল ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। খালাসিরা সরকারি চাকরিতে চতুর্থ শ্রেণির কর্মচারী হিসেবেও পরিচিত।

 

 

Bd Railway Job Circular 2021, BR job circular 2021, Jobs of Railway Bangladesh, BD Railway New Job Circular

মন্তব্যসমূহ