নিয়োগ পরীক্ষার প্রস্তুতিতে প্রার্থীদের এগিয়ে রাখতে গুরুত্বপূর্ণ প্রশ্নসংবলিত মডেল টেস্ট।
১. বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নিদর্শন—
ক) পদ্মাবতী খ) শূন্যপুরাণ
গ) চর্যাপদ ঘ) সেক শুভোদয়া
২. ইউনিকস অপারেটিং সিস্টেমের উদ্ভাবক প্রতিষ্ঠান কোনটি?
ক) ইন্টেল খ) বেল ল্যাব গ) আইবিএম ঘ) মাইক্রোসফট
৩. শৈবালের বৈশিষ্ট্য কী?
ক) এরা পরজীবী খ) এরা স্বভোজী
গ) এরা এককোষী ঘ) দেহে ক্লোরোফিল থাকে না
৪. বাংলা ভাষার যতি বা ছেদচিহ্ন কয়টি?
ক) ১১ খ) ১২ গ) ১৩ ঘ) ১৪
৫. নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি?
ক) সত্মা খ) ধাত্রী গ) নাটিকা ঘ) বনানী
৬. সমাসের রীতি কোন ভাষা থেকে আগত?
ক) আরবি খ) ফারসি গ) ইংরেজি ঘ) সংস্কৃত
৭. ‘ঐহিক’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক) পারত্রিক খ) অবনতি গ) অদৃশ্য ঘ) অকৃতজ্ঞ
৮. পল্লীকবি জসীমউদ্দীনের নাটক—
ক) রাখালী খ) মাটির কান্না
গ) বোবা কাহিনী ঘ) বেদের মেয়ে
৯. ‘A search for identity’ বইটি কার লেখা?
ক) সিরাজুল ইসলাম খ) কবির চৌধুরী
গ) মেজর আব্দুল জলিল ঘ) মেজর রফিকুল ইসলাম
১০. ‘জগতে কীর্তিমান হও সাধনায়’—বাক্যে ‘সাধনায়’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক) কর্তায় সপ্তমী খ) কর্মে দ্বিতীয়া
গ) করণে সপ্তমী ঘ) অধিকরণে সপ্তমী
১১. Which is abstract noun?
ক) Army খ) Wisdom গ) Milk ঘ) Library
১২. She did not have ... sugar?
ক) more খ) lot গ) much ঘ) ধ lot of
১৩. Synonym for ‘Magnificent’?
ক) Candid খ) Splendid গ) Oenerous ঘ) Bounty
১৪. Kamal as well as Jamal ... praise?
ক) Deserve খ) Deserves
গ) Deserving ঘ) Deserved
১৫. Black and blue -এর অর্থ কী?
ক) কালো-নীল খ) উত্তম প্রহার
গ) উত্তম-মধ্যম ঘ) উত্তম
১৬. কোনটি সঠিক বানান?
ক) Catastrophe খ) Cetastrophe
গ) Catastrofee ঘ) Catastrophee
১৭. ৩০ লিটার পরিমাণ মিশ্রণে এসিড ও পানির অনুপাত ৭:৩। এই মিশ্রণে কী পরিমাণ পানি মেশালে এসিড ও পানির অনুপাত ৩:৭ হবে?
ক) ২০ লিটার খ) ৩০ লিটার গ) ৪০ লিটার ঘ) ৫০
১৮. পরীক্ষায় ৮৫% ছাত্র ইংরেজিতে পাস করেছে। ফেলের মোট সংখ্যা ৭৫ জন হলে পরীক্ষার্থীর সংখ্যা কতজন?
ক) ৩৫০ খ) ৪০০ গ) ৪৫০ ঘ) ৫০০
১৯. একটি ঘড়ি ৫৬০ টাকায় বিক্রি করায় ২০% ক্ষতি হলো। ঘড়িটির ক্রয়মূল্য কত?
ক) ৫০০ খ) ৬৫০ গ) ৭০০ ঘ) ৭২৫
২০. বার্ষিক ৬% মুনাফায় কত টাকা আসলের ৫ বছরের মুনাফা ৩৬০ টাকা হবে?
ক) ১২০০ খ) ১১৫০ গ) ১১২০ ঘ) ১০০০
উত্তর
১. গ ২. খ ৩. খ ৪. খ ৫. ক ৬. ঘ ৭. ক ৮. ঘ ৯. গ ১০. ঘ ১১. খ ১২. গ ১৩. খ ১৪. খ ১৫. গ ১৬. ক ১৭. গ ১৮. ঘ ১৯. গ ২০. ক।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন