৩০ হাজার টাকা বেতনে চালক পদে ৩৬০ জন নেবে প্রাণিসম্পদ অধিদপ্তর। অধিদপ্তরের অধীন প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পে এসব চালককে নিয়োগ দেওয়া হবে। রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি ছাড়া অন্য সব জেলার প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন।
শিক্ষাগত যোগ্যতা : অষ্টম শ্রেণি পাস।
বয়সসীমা : ৫ মে ২০২২ তারিখে বয়স ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে।
আবেদনপত্র ও প্রয়োজনীয় কাগজপত্রাদি পাঠাতে হবে 'প্রকল্প পরিচালক (যুগ্মসচিব), প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণীসম্পদ অধিদপ্তর (ভবন-২, ৭ম তলা), কৃষি খামার সড়ক, ফার্মগেট, ঢাকা' বরাবর ডাক/কুরিয়ারযোগে ১২ মে ২০২২ তারিখের পৌঁছাতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র
আবেদনপত্রের সঙ্গে যেসব কাগজপত্র পাঠাতে হবে-
সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র (সত্যায়িত);
ক. অভিজ্ঞতার সনদপত্রের মূল কপি;
খ. ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি (সত্যায়িত);
গ. চারিত্রিক সনদের মূল কপি;
ঘ. নাগরিকত্বের সনদপত্র (সত্যায়িত);
ঙ. জন্ম সনদপত্র/জাতীয় পরিচয়পত্র (সত্যায়িত);
চ. ড্রাইভিং লাইসেন্সের কপি (সত্যায়িত);
ছ. একটি ফেরত খাম।
নিয়োগ পরীক্ষা
আবেদনকারী প্রার্থীদের মোট ৩টি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে- ব্যবহারিক পরীক্ষা; মৌখিক পরীক্ষা এবং শারীরিক ও চক্ষু পরীক্ষা। এই ৩টি পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনাকে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পে ড্রাইভার হিসেবে নিয়োগ দেওয়া হবে।
দরকারি তথ্য
ক. আবেদনপত্র সরাসরি গ্রহণ করা হবে না।
খ. খামের ওপর অবশ্যই স্পষ্ট অক্ষরে পদের নাম লিখে দিবেন। অন্যথায় আপনার আবেদনপত্রটি গ্রহণ করা হবে না।
গ. আবেদন ফরম এ-ফোর সাইজের কাগজে প্রিন্ট করতে হবে।
ঘ. ফরমটি অবশ্যই স্বহস্তে পূরণ করতে হবে।
ঙ. নির্ধারিত সময়ের পর আবেদনপত্র পৌঁছালে তা বাতিল হিসেবে গণ্য হবে।
আবেদন ফরম
https://lddp.portal.gov.bd/ApplicatinForm
নিয়োগ বিজ্ঞপ্তি
https://lddp.portal.gov.bd/JobCircular.pdf
প্রাণিসম্পদ অধিদপ্তরে চাকরির খবর, Department of Livestock Services DLS Job Circular 2022, বাংলাদেশ প্রাণিসম্পদ অধিদপ্তরে চাকরি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় আবেদন ফরম, DLS Job Circular 2022, মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, http://www.dls.gov.bd job circular 2022,
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন