সাহসী, স্মার্ট, চ্যালেঞ্জিং চাকরি কেবিন ক্রু। আর্থিক সচ্ছলতার পাশাপাশি রয়েছে পৃথিবী ঘুরে দেখার রোমাঞ্চকর সুযোগ। তাই অনেকের কাছে বেশ পছন্দের পেশা এটি। বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড সম্প্রতি কেবিন ক্রু বা ফ্লাইট স্টুয়ার্ডেস নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১০০ জন ফ্লাইট স্টুয়ার্ডেস নেবে প্রতিষ্ঠানটি। এ পেশায় ক্যারিয়ার গড়ার স্বপ্ন যাঁদের, তাঁরা আবেদন করতে পারেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট স্টুয়ার্ডেস পদের নিয়োগপ্রক্রিয়ায় প্রার্থী বাছাই করা হবে তিন ধাপে—মনস্তাত্ত্বিক, লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে।
লিখিত পরীক্ষা হতে পারে এমসিকিউ পদ্ধতিতে। বাছাই পরীক্ষার পর নির্বাচিত প্রার্থীদের প্রাথমিকভাবে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। এরপর সন্তোষজনক হলে চাকরি নবায়ন (সর্বোচ্চ ৪ বার) করবে কর্তৃপক্ষ।
ফ্লাইট স্টুয়ার্ডেসের কাজ কী?
ফ্লাইট স্টুয়ার্ডেস বা ফ্লাইট স্টুয়ার্ড পদের কাজ ফ্লাইট অ্যাটেনডেন্টের মতোই। বলা যায়, ফ্লাইট অ্যাটেনডেন্ট আর ফ্লাইট স্টুয়ার্ডেস একই ধরনের পদ। বিমানের যাত্রীদের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করেন এই পদের কর্মীরা। বিমান উড্ডয়নের আগে, উড্ডয়নকালীন এবং অবতরণের আগে ও পরে যাত্রীদের দরকারি সেবা ও কাজগুলো করেন ফ্লাইট স্টুয়ার্ডেস বা ফ্লাইট স্টুয়ার্ডরা। যাত্রীদের খাবার পরিবেশন ও বিমানের অভ্যন্তরীণ ব্যবস্থাপনার পেছনে তাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। টিকিট যাচাই, যাত্রীদের যথাযথ সিটে আসন নিতেও সহায়তা করার পাশাপাশি কোথাও কোনো সমস্যা হলে সেটারও প্রাথমিক দেখভালের দায়িত্ব তাঁদের ওপর বর্তায়। বিমান অবতরণের সময় যাত্রীদের কেউ অস্বাভাবিক বা নিয়মের বাইরে কিছু করছে কি না, এটিও তাঁদের খেয়াল রাখতে হয়।
চূড়ান্তভাবে নির্বাচিতদের নিয়োগের পর প্রশিক্ষণের মাধ্যমে প্রার্থীদের যাবতীয় কাজের ব্যাপারে ধারণা দেওয়া হয়। যাত্রীদের সঙ্গে যোগাযোগ রক্ষার জন্য ইংরেজিতে কথোপকথনে দক্ষ হতে হয় ফ্লাইট স্টুয়ার্ডদের। কোনো পরিস্থিতিতে বিমানের জরুরি অবতরণের প্রয়োজন আছে কি না, সে ব্যাপারেও বার্তা দিতে হয় তাঁদের।
আবেদনের যোগ্যতা
বিজ্ঞপ্তি অনুসারে, আবেদনের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এইচএসসি অথবা সমমান পাস। তবে কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ অথবা সমমান গ্রহণযোগ্য নয়। এসএসসি এবং এইচএসসি অথবা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ–৩.০ (৫.০–এর মধ্যে) এবং ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে ন্যূনতম সিজিপিএ–২.৮ (৪ এর মধ্যে) থাকতে হবে। ইংরেজি মাধ্যমের প্রার্থী হলে ‘ও’ লেভেলে গড়ে যে কোনো পাঁচটি বিষয়ে এবং ‘এ’ লেভেলে গড়ে যেকোনো দুটি
বিষয়ে ন্যূনতম ‘ডি’ থাকতে হবে। ফ্লাইট স্টুয়ার্ডেস পদে শুধু নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
অন্যান্য যোগ্যতা
আগ্রহী প্রার্থীদের উচ্চতা সর্বনিম্ন ১৬১ সেন্টিমিটার এবং ওজন উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। ইংরেজিতে পারদর্শী এবং অবিবাহিত হতে হবে। দৃষ্টিশক্তি ৬/৬ হতে হবে, চশমা গ্রহণযোগ্য নয়। ২০২২ সালের ১৯ সেপ্টেম্বর তারিখে প্রার্থীদের বয়স ১৯ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। এসএসসি পাসের সনদের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। সাঁতার জানা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে প্রশিক্ষণকালে অবশ্যই সাঁতার শিখতে হবে। প্রার্থীদের সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র
মনস্তাত্ত্বিক ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার আগে প্রয়োজনীয় কিছু কাগজপত্র জমা দিতে হবে। এর মধ্যে রয়েছে অনলাইনে পূরণ করা আবেদনপত্রের রঙিন প্রিন্ট কপি, প্রবেশপত্রের ফটোকপি, সদ্য তোলা চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতার সব সনদ ও ট্রান্সক্রিপ্টের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ইউনিয়ন পরিষদ, পৌরসভার মেয়র, সিটি করপোরেশন বা ওয়ার্ড কমিশনারের দেওয়া নাগরিকত্ব সনদ ও অভিজ্ঞতা থাকলে তার সনদ।
বেতন ও সুযোগ-সুবিধা
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফ্লাইট স্টুয়ার্ডেস পদে নিয়োগ পেলে বেতন স্কেল হবে ১৫,৯০০ টাকা থেকে ৩৮,৪০০ টাকা। সঙ্গে উৎসব ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক ভাতা। দেশে ও বিদেশে প্রশিক্ষণের সুযোগ রয়েছে। বিদেশে উন্নতমানের আবাসন ও যাতায়াত সুবিধাও পাওয়া যাবে। এ ছাড়া উন্নত চিকিৎসা সুবিধা ও পোশাক ভাতা রয়েছে।
আবেদন ফি: ১,১২০/- টাকা
আবেদন মাধ্যম: অনলাইন
যেভাবে আবেদন
পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তিরা অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইন আবেদনপত্রে প্রার্থীকে স্বাক্ষর ও রঙিন ছবি স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। অনলাইনে পূরণ করা তথ্য পরবর্তী সময়ে সব কাজ ব্যবহৃত হবে, তাই অনলাইনে আবেদনপত্র সাবমিট করার আগে সব তথ্য শতভাগ নিশ্চিত হতে হবে। অনলাইনে পূরণ করা আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা–সংক্রান্ত যেকোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করতে হবে।
অনলাইনে আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে নির্দেশনা অনুযায়ী ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট করা হলে কম্পিউটারে ছবিসহ আবেদন কপি দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করা প্রার্থীরা একটি ইউজার আইডি এবং স্বাক্ষরযুক্ত একটি আবেদন কপি পাবেন। এই ইউজার আইডি ব্যবহার করে টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে পরীক্ষা ফি বাবদ ১ হাজার ১২০ টাকা জমা দিতে হবে। অনলাইনে আবেদনপত্রের সব অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র গ্রহণ করা হবে না। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে যোগাযোগ করা যাবে। আগামী ১৮ অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে।
চাকরির, বিমানের ফ্লাইট স্টুয়ার্ডেস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, ১০০ ফ্লাইট স্টুয়ার্ডেস নিয়োগ দেবে বিমান, এয়ারপোর্ট ৩য় টার্মিনাল নিয়োগ
বিজ্ঞপ্তি ২০২২, বিমান বন্দর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়োগ
2022, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ pdf, ইউএস বাংলা এয়ারলাইন্স
নিয়োগ ২০২২, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, বিমান বাংলাদেশ
এয়ারলাইন্স ২০২২, জাপান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়োগ, Biman Bangladesh Airlines
Flight Stewardess Job Circular 2022, cabin crew Job Circular, ground staff Job
Circular, pilot Job Circular, cabin crew jobs, cabin crew jobs Europe, air
hostess job requirements in Bangladesh, air hostess job in Bangladesh
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন